রাজামৌলি থেকে অক্ষয়-অজয় কাজ করেছেন একাধিক তারকার সঙ্গে! দেখুন তো চেনা যাচ্ছে কিনা এই খুদে অভিনেত্রীকে

সোশ্যাল মিডিয়ায় ছোটবেলার ছবি দেওয়া এখন ট্রেন্ডিং
হয়ে দাঁড়িয়েছে। সকলেই নস্টালজিক হয়ে নিজেদের ছোটবেলার ছবি আপলোড করছেন সোশ্যাল মিডিয়ায়। এই ছবি দেখে কাউকে চেনা গেলেও অনেককেই কিন্তু চেনা যাচ্ছে না। এবার তেমনই নিজের ছোটবেলার ছবি আপলোড করলেন এক অভিনেত্রী।
ছোটবেলার তার এই ছবি দেখে একেবারেই চেনার উপায় নেই। তবে বর্তমানে এই অভিনেত্রী এখন দারুন জনপ্রিয়। এস এস রাজামৌলি থেকে শুরু করে অক্ষয় কুমার, অজয় দেবগনদের মতো তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। এছাড়াও তার ডেবিউ ফিল্ম ছিল বিবেক ওবেরয় এবং ঐশ্বর্য রাই বচ্চনের হাত ধরেই।
বক্স অফিসে এখন তাঁর ছবি মানেই হিট।প্রথম ছবি সফল না হলেও পরবর্তীতে হিট ছবির অভাব হয়নি এই নায়িকার। একের পর এক হিট ছবি দিয়ে বলিউড কাঁপিয়েছেন তিনি। অভিনয় এবং সৌন্দর্য সবেতেই বলে বলে গোল দিতে পারেন এই অভিনেত্রী।
ইনি হলেন, কাজল আগরওয়াল। দক্ষিণী সিনেমার জগতের পাশাপাশি বলিউডেও দাপিয়ে অভিনয় করে বেড়াচ্ছেন তিনি। ‘স্পেশ্যাল ২৬’, ‘মগধীরা’, ‘মার্সাল’-এর ছবিতে দেখা গিয়েছে তাকে। ২০০৪ সালে কিঁউ! হো গয়া না’-ছবিতে প্রথম অভিনয় করেছিলেন তিনি।