দেহরক্ষীর সঙ্গে অমানবিক আচরণ! কাজলকে ‘বেয়াদপ’ বলে আক্রমন ভক্তদের

Avatar

Published on:

দেহরক্ষীর সঙ্গে অমানবিক আচরণ! কাজলকে 'বেয়াদপ' বলে আক্রমন ভক্তদের

দিনরাত সেলেবদের দিকে নজর নেটনাগরিকদের। পান থেকে চুন খসলেই ট্রোল পুলিশদের প্রশ্নের মুখে পড়তে হয় তাঁদের। একটু এদিক থেকে ওদিক হলেই বিপত্তি। এবার কাজল যা করলেন তা দেখে হয়রান নায়িকার ভক্তমহলও । সমাজমাধ্যমে কাজলের ভিডিয়ো ভাইরাল হতেই কটাক্ষের বন্যা। অজয় ঘরণীর সঙ্গে জয়া বচ্চনের পর্যন্ত তুলনা টানলেন দর্শক। কী এমন করলেন বঙ্গ তনয়া?

উল্লেখ্য, একসময় বলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন ছিলেন কাজল। কিং খানের সঙ্গে তাঁর জুটি নজর কেড়েছিল দর্শকদের। আজও শাহরুখ-কাজল জুটি বলিউডপ্রেমীদের মনের মণিকোঠায় বিরাজমান। ১৯৯৯ সালে ভালোবেসে সহ-অভিনেতা অজয় দেবগণকে বিয়ে করেন তিনি। এই মুহূর্তে দুই সন্তান নিসা ও যুগকে নিয়ে তাঁদের সুখী গৃহকোণ। সন্তান আসার পর কেরিয়ার ও সংসার ব্যালেন্স করতে বেছে কাজ করেন তিনি।

   
 ⁠

সদ্য সমাজমাধ্যমে ভাইরাল কাজলের একটি বিতর্কিত ভিডিয়ো। এক পাপারাৎজির সমাজমাধ্যম থেকে শেয়ার করা হয়েছে সেটি। মুম্বাইয়ের কোনও এক ক্লিনিকের বাইরে ক্যামেরাবন্দী হচ্ছিলেন মা ও ছেলে। কাজলের ছেলে যুগের চোট। সামান্য খুঁড়িয়ে হাঁটছে সে। সিঁড়ি দিয়ে নামার সময় যুগের দিকে সাহায্যের হাত বাড়ায় কাজলের দেহরক্ষী। তাঁকে রীতিমতো ধাক্কা দেন অজয় ঘরণী। যে ঘটনার জেরে সমালোচনার মুখে পড়লেন অভিনেত্রী।

  
 ⁠

এই ভিডিয়ো ভাইরাল হতেই এক নেটিজেন লেখেন, ‘হাঠৎ করে বডিগার্ডকে ধাক্কা মারল কেন? প্রচণ্ড বেয়াদপ’। অন্য এক নেটিজেন লেখেন, পয়সা থাকালেই বড়লোক হওয়া যায় না, বড় মনের মানুষ হতে হয়’। কেউ বললেন, ‘কাজল দিন দিন জয়া বচ্চন হয়ে উঠছেন’। একজন তো অমিতপত্নীর সঙ্গে তুলনা টেনে বলেন, ‘জয়া বচ্চন পার্ট ২’প্রসঙ্গত, রূঢ় আচরণের জন্য এই প্রথম সমালোচিত নন কাজল। আগেও বহুবার জনসমক্ষে এহেন আচরণের জন্য ট্রোলের মুখে পড়েছেন নায়িকা।