গসিপবিনোদন

সর্ব সমক্ষে পোশাক পরিবর্তন করছেন কাজল! রশ্মিকার পর ভাইরাল অভিনেত্রীর ডিপফেক ভিডিও

রশ্মিকা মন্দনার পর এবার কাজলের ডিপফেক ভিডিও ভাইরাল হল। আর সেই নিয়েই জোর চর্চা বি টাউনে। একজন সামাজিক মিডিয়া ইনফ্লুয়েঞ্জারের ছবিতে মুখ পরিবর্তন করে কাজলের মুখ বসিয়ে ভিডিওটি বানানো হয়েছে।

অনেক দিন থেকেই এই ডিপফেক ভিডিওর রমরমা শুরু হয়েছে। প্রযুক্তির অপব্যবহার করে নানান দুষ্কর্ম করা হচ্ছে। বলি অভিনেত্রী কাজলের পোশাক পরিবর্তিত দেখানোর দাবি করা একটি ভিডিয়োকে ডিপফেক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভিডিয়োটি ফেসবুক, এক্স এবং ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়েছে।

ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম BOOM জানিয়েছে, এটি একটি সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েঞ্জারের ভিডিও। সেখানে প্রথম দিকে ওই মহিলার মুখও দেখা গিয়েছে। ভিডিয়োটিতে কাজলের মুখ মর্ফ করা হয়েছে। মূল ভিডিয়োটি ‘গেট রেডি উইথ মি’ ট্রেন্ডের একটি অংশ হিসাবে ৫ জুন টিকটকে আপলোড করা হয়েছিল।

কিছুদিন আগেই লিফটের ভেতর স্বল্প বসনে রশ্মিকা মন্দনার উন্মুক্ত উরু, দৃশ্যমান বক্ষ বিভাজিকা,এই রকমই এক ভিডিও ভাইরাল হয়েছিল। আদতে এই মহিলা রশ্মিকা ছিলেন না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে রশ্মিকার ডিপফেক ভিডিয়ো তৈরি করেছেন এক মহিলা। তাঁর নাম জ়ারা প্যাটেল।

ভুয়ো ভিডিয়ো তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে। ভিডিওটি যে ডিপফেক তা প্রথম বলেন অভিষেক কুমার নামক এক সাংবাদিক। তীব্র প্রতিবাদ করেন অমিতাভ বচ্চনও। যে বা যারা রশ্মিকার ছবি নিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন তাঁদের সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও আবেদন করেছেন তিনি।

Back to top button