শহরে এসেছেন বাংলার মেয়ে। শহর ছাড়িয়ে জেলা জুড়ে চলছে শুটিংয়ের কাজ। এরমধ্যেই আবার টুক করে দক্ষিণেশ্বর মন্দিরে পুজোও দিয়ে এলেন কাজল। আগের বছরেও তিনি শহরে এসে ভবতারিণীর মন্দিরে গিয়েছিলেন তিনি। তখন সঙ্গে মা তনুজাকেও এনেছিলেন তিনি।
পরনে পিচ রঙা শাড়ি। আদ্যোপান্ত বাঙালি লুক। দক্ষিণেশ্বরের গর্ভগৃহে পুজো দিলেন, ধূপ দিয়ে আরতি করলেন কিছুক্ষণ। মন্দির থেকে বেরিয়ে সেখানে অল্প সময়ের জন্য দাঁড়িয়ে রইলেন।
পুজো দিয়ে কাজল বললেন, “মন্দিরে এসে মনে হচ্ছে নিজের মায়ের কাছে এসেছি। মায়ের কাছে প্রার্থনা করলাম। আশীর্বাদ নিলাম। আমার আগামী ছবি ‘মা’ স্পিরিচুয়াল হরর। ছবিতে খুব দৃঢ় একটি চরিত্রে অভিনয় করেছি। আশা করছি সকলের ভাল লাগবে।”
গত বছরই শান্তিনিকেতন ও দক্ষিণেশ্বরে গিয়ে ভৌতিক ছবি ‘মা’-এর শুটিং শেষ করেছেন। বর্ধমানের একাধিক জায়গায় শুটিং হয়েছে। পার্কস্ট্রিটের ফ্লুরিজেও হয়েছে শুটিং। তাঁকে ভূতের চরিত্রে দেখা যাবে। আগামী সপ্তাহেই মুক্তি পাবে এই ছবির প্রথম ঝলক। হিন্দি, বাংলা, তামিল, তেলুগু মোট চার ভাষায় সিনেমা মুক্তি পাবে ২৭ জুন।
কাজল দেখে স্বাভাবিক ভাবেই ভিড় জমে যায়। অনুরাগীরা ছুটে আসেন ছবি তোলার জন্য। ভক্তদের আবদার মিটিয়ে নির্বিঘ্নেই সেখান থেকে বেরিয়ে আসেন তিনি।