সোশ্যাল মিডিয়া সেনসেশন কাজল কন্যা নিসা। জাতীয় কন্যা দিবসে মেয়েকে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী। সঙ্গে দিলেন আবেগঘন বার্তা। ইনস্টাগ্রামে মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়ে কাজল লেখেন, “যখনই আপনার একটি মেয়ে থাকবে, তাকে নিয়ে আপনার ভাবনা আসবেই দুনিয়া ওকে নিয়ে কী ভাবছে? পুরুষ সহযোগীদের সঙ্গে কি সে দাঁড়াতে পারবে এবং বিশ্ব তাকে সমর্থন করবে.. আসুন এই দিনে আমরা আমাদের মেয়েদেরকে বিশ্বের নির্বিশেষে নিজেদের দাঁড়ানোর জন্য যথেষ্ট শক্তিশালী করে তুলি এবং এই পৃথিবীকে এমন একটি জায়গা সেখানে যেন তাদের মেয়েরাও উন্নতি করতে পারে… চলুন এর উপরে কাজ করা যাক”।
বহুবার বহু বিতর্কে জড়িয়েছে কাজল ও অজয় দেবগণের মেয়ে নিসা। সমালোচিত হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কখনো উদ্যাম পার্টি করে, কিংবা কখনো উল্টোপাল্টা হিন্দি বলে ট্রোলড হয়েছেন নিসা দেবগন। এছাড়াও নানান সময় নানান কারণে সামাজিক মাধ্যমে হাসির খোরাক হয়েছেন তিনি। কিন্তু সবকিছু সামলে নিয়ে একজন আদর্শ মা যেটা করা উচিত তেমনভাবেই মেয়ের পাশে দাঁড়িয়েছেন কাজল।
নিজের পোশাক আশাক থেকে শুরু করে জীবনযাপন নানা বিষয়ে নানা সময়ে সমালোচিত হয়েছেন কাজল ও অজয় দেবগনের কন্যা। তবে এই বিষয়টিকে খুব একটা আমল দিচ্ছেন না কাজল। তিনি একবার জানিয়েছিলেন, “এইটুকু বলতে পারি, ওর বয়স মাত্র উনিশ। ও জীবনটা উপভোগ করছে। ও যা ইচ্ছে করতে পারে আমি সব সময় ওর পাশে থাকবো”।