আমি মায়ের পালিত সন্তান! হঠাৎ কেন এমন বলেন কাজল?

Published on:

আমি মায়ের পালিত সন্তান! হঠাৎ কেন এমন বলেন কাজল?

ছোট থেকেই দাপুটে অভিনেত্রী কাজল। কিন্তু বিয়ের পর তেমনভাবে আর পর্দায় দেখা মেলেনি তাঁর। দুই সন্তান স্বামীকে নিয়ে চুটিয়ে সংসার করছিলেন। কিন্তু তারপর যখন আবার পর্দায় ফিরেছেন তখন ফের দেখিয়ে দিয়েছেন নিজের দাপট। এমনিতেই তারকাদের নিয়ে শোনা যায় নানান জল্পনা। এমনকি কাজল নিজেও মনে করতেন তিনি তনুজার পালিত সন্তান। কিন্তু ধীরে ধীরে সেই ধারণার বদল ঘটে।

শুরু থেকেই তনুজার সঙ্গে কাজলের তুলনা করা হয়েছিল। অনেকেই বলতেন মায়ের সৌন্দর্য্যের ছিটেফোটাও নেই মেয়ের মধ্যে। কিন্তু যদিও পরে সবাই বলে যে কাজল যেন তনুজারই প্রতিচ্ছবি।

   
 ⁠

একবার বেশ কিছু ছবি আপলোড করে কাজল বলেছিলেন, “এই ছবিটি দেখে মনে হচ্ছে, আমি এবং আমার বোন মায়ের পালিত সন্তান। তার সঙ্গে আমাদের চেহারার কোনও মিলই নেই।”

  
 ⁠

যদিও পরে এই কাজলই আবার বলেন, “এখন মানুষ বলতে থাকেন আমাকে নাকি মায়ের মতোই দেখতে। মায়ের মতো আমার নিজেরও মাঝে-মাঝে মনে হয়, সত্যি তো আমাকে আমার মায়ের মতই দেখতে লাগছে।এ বিষয়টা আমাকে খুব আনন্দ দেয়”।

খুব ছোট বয়সেই বলিউডে অপার সাফল্য এসেছে এই অভিনেত্রীর। ১৯৯২ সালে বেখুদি দিয়ে কাজল কেরিয়ারের শুরু। শাহরুখের সঙ্গে তাঁর জুটি অনুরাগীদের মনে আজও ঝড় তোলে। এরপর ২০১৫ সালে দিলওয়ালে দিয়ে কাজে ফেরেন কাজল, তাও আবার শাহরুখ খানের সঙ্গে জুটি বেধে। এরপর হেলিকপ্টার এলা, তনহাজি, সলম ভেঙ্কি-র মতো সিনেমা দিয়ে নিজেকে অভিনেত্রী হিসেবে আরও একবার প্রমাণ করেছেন।