এক সময় টেক্কা দিয়েছিলেন অরিজিৎ সিংকেও! হঠাৎ করেই কোথায় হারিয়ে গেলেন ‘ফেম গুরুকুল’ বিজয়ী?
বর্তমানের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংকে একসময় টেক্কা দিয়েছিলেন ফেম গুরুকুলের এই বিজেতা। জয়ী হয়েছিলেন জনপ্রিয় ব্রিটিশ রিয়ালিটি শোর আদলে তৈরি হওয়া অনুষ্ঠান ফিল্ম গুরুকুলের। কিন্তু এখন সেই বিজেতা কাজী তৌকির হারিয়ে গিয়েছেন অন্তরালেই।
২০০৫ সালে শুরু হয়েছিল ফেম গুরুকুল নামে একটি গানের অনুষ্ঠান। সেখানে দেশের নানান জায়গা থেকে এসেছিলেন তবড় তাবড় প্রতিযোগিতা। দারুন লড়াইয়ের পর অবশেষে জয়ী হয়েছিলেন দুজন। তার মধ্যে একজন ছিলেন রুপরেখা বন্দ্যোপাধ্যায় এবং অন্যজন কাজী তৌকির। কাশ্মীরের ছেলে কাজী বিজয়ী হওয়ার পর তাকে কাশ্মীরের নায়ক বলে আখ্যা দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি। কিন্তু তারপরেই কোথায় হারিয়ে গেলেন তিনি।
এখানেই উল্লেখযোগ্য বিষয় কাজীর সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিলেন অরিজিৎ সিং। কিন্তু এই প্রতিযোগিতায় কোনোভাবেই লড়াই করে টিকে থাকতে পারেননি তিনি। মাঝপথে আউট হয়ে গিয়েছিলেন অনুষ্ঠান থেকে। তবে তখন কাজীর গায়কী নিয়ে বিচারকরা বারবার প্রশ্ন তুললেও অবশেষে শিরোপা উঠেছিল তার মাথায়।
এই প্রতিযোগিতার পর একাধিক অ্যালবামে গান গেয়েছিলেন তিনি। কিন্তু কোন গানই তেমনভাবে দাগ কাটতে পারেনি শ্রোতাদের মনে। জনপ্রিয় আফগান জালেবি গানটিও গেয়েছেন তিনি। সে সময় ফের একবার চর্চায় এলেও পরে আবার অন্তরালেই চলে যান গায়ক। একসময় যেই অরিজিৎ সিং কে তিনি পেছনে ফেলে এগিয়ে গিয়েছিলেন আজ সেই অরিজিৎ সিং বাংলা তথা গোটা দেশ কাঁপাচ্ছেন।
তবে অরিজিৎ সিং এর সঙ্গে কোন হিংসা নেই তার। এই দুই গায়কের মধ্যে নিত্য তুলনা চললেও তাদের বন্ধুত্বের কোনরকম আজ পড়েনি বলেই জানিয়েছিলেন কাজী। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন অরিজিত সিং কে নিয়ে তিনি গর্বিত। অরিজিৎ একজন প্লেব্যাক গায়ক হতে চেয়েছিলেন সেই স্বপ্ন তার পূরণ হয়েছে।