কাঞ্চনের বাড়ির পুজোতে বড় দায়িত্ব পালন করলেন শ্রীময়ী! বান্ধবীর সঙ্গে রংমিলান্তি পোশাকে সাজলেন অভিনেতা

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের প্রেমের গুঞ্জনে সরগরম টেলি পাড়া। এরমধ্যেই অভিনেতার বাড়িতে কালী পুজোয় শ্রীময়ীর ব্যস্ততা চোখে পড়ার মতো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি দেখে বোঝাই যাচ্ছে বান্ধবীকে নিয়ে হয়ত আর কোনো রাখঢাক রাখতে চাইছেন না অভিনেতা।
কাঞ্চন মল্লিকের পৈতৃক বাড়িতে আগাগোড়াই কালী পুজো হত। তবে গত বছর থেকে নিজের ফ্ল্যাটে পুজো করছেন অভিনেতা। আর সেই বছর থেকেই শ্রীময়ীর কাঁধে এসে পড়েছে বড় দায়িত্ব। আলপনা আঁকা থেকে শুরু করে জোগাড় করা সবই সামলাচ্ছেন তিনি।
এই প্রসঙ্গে শ্রীময়ী জানান, গতবারের মত এবারেও আলপনা দেওয়া, সাজানো গোছানো এ সবের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন তিনি। তবে শুধু যে দায়িত্ব নিয়েছেন তাইই নয়, বরং দুজনকেই দেখা গেল রং মিলিয়ে পোশাক পড়তে। শ্রীময়ী পড়েছিলেন লাল পাড় সাদা শাড়ি পরেছিলেন, কাঞ্চন পরেছিলেন লাল-সাদা পাঞ্জাবি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই দুজনে মুভি ডেটে যাওয়ার ছবি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এক রবিবাসরীয় সন্ধ্যায় কোয়ালিটি টাইম কাটাতে দুজনে মিলে গিয়েছিলেন রক্তবীজ সিনেমাটি দেখতে। ওই ছবিতে আবার অভিনয় করেছেন কাঞ্চন নিজেও। সেই ছবি শেয়ার করেছেন শ্রীময়ী স্বয়ং। একইসঙ্গে লিখেছেন নিজের অনুভূতির কথা।
ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “রক্তবীজ দেখলাম … পক্ষপাত না করেই জানাচ্ছি। মুভিটি অসাধারন। টোটাল রক। সবার থেকে আলাদা”। তবে একথা সত্যি যে, শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবি রক্তবীজ বক্সঅফিসেও বেশ ভালই পারফর্ম করেছে। ছবির সকলেরই অভিনয় দর্শকদের বেশ ভাল লেগেছে।