এবার হিন্দি ছবিতে নতুন ভাবে দেখা যাবে পরিচালক তথা অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায়। বলিউডে পাড়ি জমাচ্ছেন তিনি। পরিচালক অর্ণব চট্টোপাধ্যায়ের নতুন ছবিতে দেখা যাবে তাঁকে। পুলিশ আধিকারিকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই ছবিটি থ্রিলার।
৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও
৮ বছরের কন্যাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এই কালী মন্দিরে, দেখুন ভিডিও
ইতিমধ্যেই শুরু হয়েছে শুটিং। সাতদিন নাকি শুটিং হয়ে গিয়েছে। আরও ৩৫ দিন শুটিং বাকি। আগামী বছরে শুরুতে মুক্তি পাবে এই ছবি। এর আগে ২০২০ সালে ‘আনসেড’ ছবিটি পরিচালনা করেছেন তিনি।
উত্তরবঙ্গে হবে ছবির শুটিং। কমলেশ্বর মুখোপাধ্যায় বলেন, “অর্ণবের এই ছবি একেবারেই থ্রিলার ধর্মী একটি ছবি। এই ছবিতে এসপি বক্সীর চরিত্রে অভিনয় করছি। কাজ করে ভীষণ ভাল লেগেছে। মণীশ চৌধুরী, সুব্রত দত্ত, বরুণ চন্দ অভিনয় করেছেন অন্যান্য চরিত্রে”।
কমলেশ্বর মুখোপাধ্যায়কেই কেন নির্বাচন করলেন পরিচালক? এই প্রসঙ্গে অর্ণব জানান, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথম সারির পরিচালক তো বটেই, অভিনেতা হিসাবেও তিনি কমলেশ্বর দারুণ। ছবিতে কমলেশ্বর মুখোপাধ্যায়ের উপস্থিতির মাধ্যমে দর্শককে চমক দিতে চেয়েছিলাম। তাই তিনিই আমার প্রথম পছন্দ।