গসিপ

শ্রীময়ীর সঙ্গে সিনেমা দেখতে গেলেন কাঞ্চন! সম্পর্কের সমীকরন কোন দিকে এগোচ্ছে?

কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের প্রেমের গুঞ্জনে সরগরম টেলি পাড়া। এরমধ্যেই এবার দুজনে গেলেন মুভি ডেটে। সেই ছবি পোস্টও করলেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই নিয়েই শুরু হয়ে গেল নেটিজেনদের নানান মন্তব্য

রবিবাসরীয় সন্ধ্যায় কোয়ালিটি টাইম কাটাতে দুজনে মিলে গেলেন রক্তবীজ সিনেমাটি দেখতে। ওই ছবিতে আবার অভিনয় করেছেন কাঞ্চন নিজেও। সেই ছবি শেয়ার করেছেন শ্রীময়ী স্বয়ং। একইসঙ্গে লিখেছেন নিজের অনুভূতির কথা।

ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “রক্তবীজ দেখলাম … পক্ষপাত না করেই জানাচ্ছি। মুভিটি অসাধারন। টোটাল রক। সবার থেকে আলাদা”। তবে একথা সত্যি যে, শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবি রক্তবীজ বক্সঅফিসেও বেশ ভালই পারফর্ম করেছে। ছবির সকলেরই অভিনয় দর্শকদের বেশ ভাল লেগেছে।

প্রসঙ্গত, শিক্ষক দিবসেও অভিনেতার সঙ্গে ছবি পোস্ট করে তাঁকে শ্রদ্ধা জানিয়েছিলেন শ্রীময়ী। কাঞ্চন মল্লিকের ছবি দিয়ে ক্যাপশনে শ্রীময়ী লিখেছিলেন, “আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ শিক্ষক এবং শিক্ষিকা। যারা শুধু আমাকে পুঁথিগত বিদ্যায় শিক্ষিত করেনি। জীবনের এবং মানবিকতার মূল্যবোধ শিখিয়েছে। জীবনে সঠিক পথে চলার পরামর্শ দিয়েছে। এবং এখনও জীবনে সঠিকভাবে মাথা উঁচু করে চলার পরামর্শ দিচ্ছে”।

তবে কাঞ্চন মল্লিকের থেকে তিনি কী শিখেছেন জানতে চাইলে এক সাক্ষাৎকারে তিনি জানান, ” জীবনের বিভিন্ন মুহূর্তে কীভাবে ধৈর্য রাখতে হয়। নানা ওঠাপড়ায় কেমন করে মনের জোর রাখতে হয় সবটাই শিখেছি কাঞ্চনদার থেকে”।

Back to top button