আমার এই অবস্থার জন্য ও ৭৫% দায়ী! শ্রীময়ীকে কেন কাঠগড়ায় তুললেন কাঞ্চন?

Avatar

Published on:

এক সময় বালিশে মুখ গুঁজে কাঁদতেন কাঞ্চন! তারপরেই হঠাৎ.... কোন রহস্য ফাঁস করলেন শ্রীময়ী?

বিয়ে সেরে সাগর পাড়ে নিভৃতে হানিমুন পর্ব কাটিয়ে ফিরেছেন শ্রীময়ী-কাঞ্চন। মালদ্বীপে গিয়েছিলেন মধুচন্দ্রিমা কাটাতে। সেখান থেকে একের পর এক ভালোবাসার আদরে মাখা ছবি আপলোড করেছেন অভিনেত্রী। এবার দেশে ফিরে স্ত্রী কে নিয়ে যা মন্তব্য করলেন কাঞ্চন , সেই শুনে অভিভূত অনুরাগীরা। জীবনের এই পরিবর্তনের জন্য বিশেষ কৃতজ্ঞতা দিলেন শ্রীময়ীকে।

কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় একমাত্র চর্চার বিষয় কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ে। তাঁরা কিভাবে বিয়ে করছেন কতটা জাঁকজমক হচ্ছে অনুষ্ঠান এই সব কিছুই জানতে উৎসুক ছিলেন অনুরাগীরা। পিঙ্কির সঙ্গে বিচ্ছেদ শেষে নিজের থেকে অর্ধেক বয়েসী শ্রীময়ীকে বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কাঞ্চনের বিয়ের নানান মুহূর্ত। নতুন বউয়ের সঙ্গে খুনসুটি হোক বা চুমু খাওয়া সব কিছুই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

   
 ⁠

এবার এই তৃতীয় স্ত্রীকে নিয়েই এক সাক্ষাৎকারে কাঞ্চন বললেন, “সত্যি আমি ভাগ্যবান। এমনটা একটা সময় শ্রীময়ী আমার পাশে ছিল, আমি ধূমপান করতাম, মদ্যপান করতাম, সেখান থেকে আমি এখন ধূমপান করি না, মদ্যপান করি না, এটার জন্য আমার যদি ২৫ শতাংশ অবদান থাকে, ওর ৭৫ শতাংশ আছে। যখন রাজনৈতিক নির্বাচন হয়, আমার প্রচারের সমস্ত দায়িত্বে ও ছিল। আমি ঘুরতে যেতাম না, আজ আমি লাদাখ গেছি, মানালি গিয়েছি”।

  
 ⁠

তবে পাল্টা কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রীময়ীও। তিনি বলেছেন, “ও এটা বলছে, তবে সবটাই নিজের ইচ্ছে। কেউ কাউকে জোর করে কিছু করে নিতে পারে না। এটা ওর অনুভুতি। প্রতিটা পুরুষ মানুষের পাশেই দেখবেন, একটা করে মহিলার খুব প্রয়োজন হয়। যে এক ভাল বন্ধু, যে তাঁকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেবে। আমিও ওর বন্ধু হিসেবে ওর পাশে থাকার চেষ্টা করেছি”