বিনোদন

বাবা কারখানার শ্রমিক, নিজে সেলুনের ম্যানেজার! কঠিন সংগ্রামে মোড়া কাঞ্চনের জীবন

নায়ক নায়িকাদের জীবন উপর থেকে দেখতে যতটা ঝা চকচকে মনে হয় সব সময় কিন্তু তেমনটা হয় না। তাদের জীবনেও থাকে অনেক স্ট্রাগলের গল্প। যা কোন সময় প্রকাশ্যে আসে আবার কোন সময় প্রকাশ্যে আসে না। কেমনই নিজের জীবনের সংঘর্ষের কথা এবার শেয়ার করলেন জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক।

অভিনেতা জানান, শুরুর দিকে কখনোই এতটা মসৃণ ছিল না পথ। অনেক স্ট্রাগল করে তিনি আজ এই জায়গায় পৌঁছেছেন। প্রথম জীবনে তিনি একটি চুল কাটার দোকানের ম্যানেজার ছিলেন। বেতন পেতেন মাত্র ৯০০ টাকা। তাঁর বাবা ছিলেন কারখানার কর্মী।

এদিকে তিনি যখন তৃতীয় শ্রেণির ছাত্র, হঠাৎই বাবার কারখানায় তালা পড়ে যায়। এরপরেও সংসার চলছিল। কিন্তু তিনি যখন ক্লাস টেনে পড়েন, বাবার দৃষ্টিশক্তি হারিয়ে যায়। সেই থেকে শুরু কাঞ্চনের জীবনযুদ্ধ।মাথায় আকাশ ভেঙে পড়ে। সমস্ত দায়িত্ব এসে পড়ে তাঁর উপর। বাবা, মা, ছোট বোন, দাদু, দিদা ছিলেন সংসারে।

এঅধ্যেই হঠাৎ থিয়েটারের সঙ্গে আলাপ হয় কাঞ্চনের। দিনে তিন ঘণ্টা করে থিয়েটার করতেন তিনি। আর সেটাই ছিল তার কাছে টাটকা বাতাসের মত। নাইট কলেজে স্নাতক হওয়া কাঞ্চন ধীরে-ধীরে অভিনয়কে রন্ধ্রে-রন্ধ্রে প্রবেশ করিয়েছিলেন।

তাঁর বন্ধু পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় হঠাৎই তাঁকে খুঁজে পেয়ে ‘জনতা এক্সপ্রেস’ নামের একটি নন-ফিকশন শো হোস্ট করাতে নিয়ে যান। দশটা এপিসোড হওয়ার পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। জীবন এগিয়ে গিয়েছে নিজের স্রোতে।

Back to top button