বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। সামাজিক বিয়ের সাত মাসের মাথাতেই সন্তান এসেছে কাঞ্চন শ্রীময়ীর ঘরে। কাঞ্চন শ্রীময়ীর সম্পর্ক নিয়েও জলঘোলা হয়েছে বিস্তর। এবার বছর শেষের আগে নিজের স্ত্রীকে বিশেষ বার্তা দিলেন কাঞ্চন।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাঞ্চন বলেন, “জীবন যাই হোক না কেন, তুমি তো আমায় সব থেকে ভাল চেনো, পাশে থেকো, কৃষভির হাতটা ধরে রেখো, আমি ছিলাম, আছি, থাকব।”
স্ত্রীকে নিয়ে তাঁর আরও মন্তব্য, “অনেক কিছু সহ্য করেছে ও। শ্রীময়ী না থাকলে বোধহয় আমি এতটা পথ এই প্রতিকূলতার মধ্যে দিয়ে হাঁটতে পারতাম না”। কঠিন পরিস্থিতিতে যেভাবে শ্রীময়ী তাঁকে সাহস যুগিয়ে তাঁর পাশে ছিল তা অকল্পনীয় বলেই মনে করেন তিনি।
ইনস্টাগ্রামেও পুনরায় বাবা হওয়ার আনন্দে পোস্ট করেছেন কাঞ্চন। সেখানে তিনি লিখেছেন, ‘এই শুভ মুহূর্তে আমাদের জীবনের সেরা খবরটা আমরা জানাতে পেরে গর্বিত। আমরা এখন তিন জনের পরিবার….আমাদের মেয়ে কৃশভিকে আর্শীবাদ করবেন’। গত ২রা মার্চ ধুমধাম করে কাঞ্চন মল্লিকের সঙ্গে সাত পাক ঘুরেছেন শ্রীময়ী। আইনি বিয়েটা অবশ্যই গত ফ্রেবুয়ারিতেই সেরে ফেলেছিলেন দুজনে।