নেগেটিভিটি দূরে সরিয়েছি, পঁচিশে ফিল্টার! নাম না করে কাকে নিশানা করলেন কাঞ্চন?

Published on:

নেগেটিভিটি দূরে সরিয়েছি, পঁচিশে ফিল্টার! নাম না করে কাকে নিশানা করলেন কাঞ্চন?

বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই মা হয়েছেন শ্রীময়ী চট্টরাজ। সামাজিক বিয়ের সাত মাসের মাথাতেই সন্তান এসেছে কাঞ্চন শ্রীময়ীর ঘরে। কাঞ্চন শ্রীময়ীর সম্পর্ক নিয়েও জলঘোলা হয়েছে বিস্তর। এবার নতুন বছরে নতুন রেজোলিউশন নিলেন এই দম্পতি।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাঞ্চন বলেন, “নতুন বছরে কৃষভি এবং শ্রীময়ীকে আরও ভালো রাখার চেষ্টা করব এবং জনসাধারণের সেবায় যে কাজ করি, সেটা আরও ভালোভাবে, সুস্থ ও সঠিকভাবে করার চেষ্টা করব। চব্বিশে নেগেটিভিটি দূরে সরিয়েছি। পঁচিশে ফিল্টার করব”।

   
 ⁠

শ্রীময়ী বলেন, “জীবন থেকে সমস্ত নেগেটিভ, সংকীর্ণ চিন্তাভাবনার মানুষদের ফিল্টার করার চেষ্টা করব। ২০২৪ সালে অনেক কিছু শিখে ইতিমধ্যেই অনেককে ছেঁটে ফেলেছি। আরেকটা হচ্ছে জিমে যাব”।

  
 ⁠

গত ২রা মার্চ ধুমধাম করে কাঞ্চন মল্লিকের সঙ্গে সাত পাক ঘুরেছেন শ্রীময়ী। আইনি বিয়েটা অবশ্যই গত ফ্রেবুয়ারিতেই সেরে ফেলেছিলেন দুজনে।