আগামী দীপাবলিতে সে আসছে! নিজের জীবনের বড় পরিবর্তনের কথা জানালেন কাঞ্চন

Published on:

আগামী দীপাবলিতে সে আসছে! নিজের জীবনের বড় পরিবর্তনের কথা জানালেন কাঞ্চন

বিয়ে সেরে সাগর পাড়ে নিভৃতে হানিমুন পর্ব কাটিয়ে ফিরেছেন শ্রীময়ী-কাঞ্চন। মালদ্বীপে গিয়েছিলেন মধুচন্দ্রিমা কাটাতে। এবার নিজের জীবন নিয়ে বড় আপডেট দিলেন কাঞ্চন মল্লিক। আগামী বছরেই জীবনের এক নতুন অধ্যায় পা রাখতে চলেছেন তিনি। ভক্তদের উদ্দেশ্যে নিজেই সে কথা জানিয়েছেন অভিনেতা।

বলিউডের হাই বাজেট ছবি ‘ভুলভুলাইয়া ৩’-তে দেখা যাবে তাঁকে। অভিনেতা এই কথা জানিয়ে বলেন, “৩৩ বছর হয়ে গেল বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। এই ইন্ডাস্ট্রি আমায় অনেক সম্মান আর পরিচিতি দিয়েছে। কিন্তু যে মুহূর্তে অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাই, ভয় লাগে সেই প্রথম দিনের মতোই। কিন্তু সেখানে পৌঁছনোর পর সবাই বাংলা ইন্ডাস্ট্রির মতোই আমায় গ্রহণ করে নিয়েছে এ এক আলাদা ধরনের স্বীকৃতি”।

   
 ⁠

অভিনেতার সংযোজন, “ভগবানকে অশেষ ধন্যবাদ আমায় এত ভালবাসা দেওয়ার জন্য। আমার আগামী কাজ ‘ভুলভুলাইয়া ৩’র জন্যও এই একই ধরনের ভালবাসা আমার দরকার। আগামী দীপাবলিতে হয়তো সে আসছে। গোটা ভুলভুলাইয়া ৩ টিমকে অশেষ ধন্যবাদ আমার সঙ্গে কাজ করার জন্য”।

  
 ⁠

কয়েক মাস ধরে সোশ্যাল মিডিয়ায় একমাত্র চর্চার বিষয় কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ে। তাঁরা কিভাবে বিয়ে করছেন কতটা জাঁকজমক হচ্ছে অনুষ্ঠান এই সব কিছুই জানতে উৎসুক ছিলেন অনুরাগীরা। পিঙ্কির সঙ্গে বিচ্ছেদ শেষে নিজের থেকে অর্ধেক বয়েসী শ্রীময়ীকে বিয়ে করেছেন কাঞ্চন মল্লিক। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল কাঞ্চনের বিয়ের নানান মুহূর্ত। নতুন বউয়ের সঙ্গে খুনসুটি হোক বা চুমু খাওয়া সব কিছুই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।