শাহরুখ-সালমানের ছবির প্রস্তাব নাকচ! বলিউডের নায়কদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কঙ্গনার

Avatar

Published on:

শাহরুখ-সালমানের ছবির প্রস্তাব নাকচ! বলিউডের নায়কদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কঙ্গনার

মুক্তি পেয়েছে কঙ্গনা রানাউত পরিচালিত ইমার্জেন্সির ট্রেলার । ইন্দিরা গান্ধীর চরিত্রে নজর কেড়েছেন অভিনেত্রী। কঙ্গনা শুধু ছবিটি পরিচালনাই করেননি বরং তিনি প্রযোজক এবং ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন।

কেরিয়ারে ভালো মতন সাফল্য পেলেও দেখা গিয়েছে তাৎপর্যপূর্ণভাবে সালমান শাহরুখ এবং আমিরের সঙ্গে কোনো রকম সিনেমা করেননি কঙ্গনা। এমনকি তাদের সঙ্গে যখন ছবির প্রস্তাব এসেছিল সে প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? এই নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন বলিউডের ‘কুইন’।

   
 ⁠

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “ইন্ডাস্ট্রিতে প্রায় ১০ বছর স্ট্রাগল করতে হয়েছে! আইটেম গান থাকত, আর ওটা আমার জন্য নয়। আমি কাজ পাইনি, তবে অন্য রকম ভাবে আমি সাফল্য পেয়েছি। আমি তো একজন মহিলা। আর কাজ না করে আমি কাউকে অপমান করিনি”।

  
 ⁠

তাঁর কথায়, ” নায়কদের তরফে ডিনারে আমন্ত্রণ জানানো, মেসেজ করা কিংবা বাড়িতে চলে আসা – এ তো চলতেই থাকে। আপনারা কি এসব জানেন? যদি আপনি কারও সঙ্গে সময় কাটাতে চান, কিংবা কারণ সঙ্গে প্রেমের সম্পর্কে থাকেন, তাহলে বিষয়টা আলাদা। কিন্তু নায়করাই সবথেকে বেশি শোষণ করেন”। তাঁর প্রশ্ন, “একজন মেয়ে যদি নিজের ক্ষমতায় এগিয়ে যান, তাহলে কি আকাশ ভেঙে পড়ে”?

এদিকে তার ছবি ইমারজেন্সি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রকাশ্যে ধর্ষণের হুমকিও পাচ্ছেন তিনি। তবে নিজের জায়গায় অবিচল অভিনেত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, “এর থেকেই স্পষ্ট যে, মহিলাদের শ্রদ্ধা-সম্মান করা হয় না। আর ফিল্ম ইন্ডাস্ট্রিও এর ব্যতিক্রম নয়। কাজের জায়গায় মহিলাদের প্রয়োজনীয়তার বিষয়টা কিন্তু আমরা জানি”।