শাশুড়ির জন্য কেন গয়না বন্দক দিল শিমূল? টিভির আগেই ফাঁস ‘কার কাছে কই মনের কথা’র ধামাকা মহাপর্ব

কার কাছে কই মনের কথা ধারাবাহিক নিয়ে প্রথম দিকে দর্শক বিরক্ত হলেও এখন দারুন উপভোগ করছে এই সিরিয়াল। মূলত সিরিয়ালের প্লট খানিকটা বদলাতেই সিরিয়াল মনে ধরেছে দর্শকদের। শিমুলের শাশুড়ি প্রথম দিকে তাঁকে পছন্দ না করলেও এখন ধীরে ধীরে বদলাচ্ছে সমীকরন। আর এই বদল পছন্দ করেছেন দর্শকরা।
এখন সিরিয়ালে দেখা যাচ্ছে শাশুড়ির জন্য গয়না বন্দক দিচ্ছে শিমুল। যার অন্যতম কারণ শাশুড়িকে তীর্থে পাঠানো। তীর্থে পাঠানোর টাকা যোগাড় করতেই এই উদ্যোগ। এরপর কী হবে? তার শাশুড়ি আদৌ যেতে পারবেন কিনা সেটা অবশ্য দেখা যাবে ১৫ সেপ্টেম্বরের মহা এপিসোডে।

এদিকে শিমুলের গায়ে গয়না দেখতে না পেয়ে বাকিরা প্রশ্ন করতে থাকে। কিন্তু শিমুল মুখে কুলুপ এঁটে থাকে। শিমূল কিছুতেই সত্যিটা বলবে না। জানিয়ে দেয় ঠিক সময় এলে উত্তর দেবে সে। তবে এদিকে পুতুল সব সময় সমর্থন জানিয়ে গিয়েছে তার বৌদিকে।
পাড়ার পাঁচ মহিলার বন্ধুত্বের গল্প নিয়ে শুরু হয়েছে এই সিরিয়াল। বিপদে আপদে একে অপরের পাশে এসে দাঁড়ায় এই পাঁচ বন্ধু। এদিকে টিআরপি তালিকাতেও প্রথম দশে তাদের দেখাও মিলেছে তাদের। তবে এখন দেখার এই নতুন মহা পর্বের এপিসোডের পর ধারাবাহিক আরও কতটা জায়গা করতে পারে দর্শকদের মনে।