সিরিয়াল

মুখে ডাব, হাতে বিরাট মাছ! মন্দারমনিতে শুটিংয়ের ফাঁকে একী করলেন শ্রীতমা?

জমে উঠেছে বাংলা ধারাবাহিক কার কাছে কই মনের কথা। শিমুল এখন তার চার বন্ধুকে নিয়ে গিয়েছে মন্দারমনিতে। এই এপিসোড সম্প্রচারিত হবে আর কয়েক দিনের মধ্যেই। আর তার আগে মন্দারমনি তো হয়ে গেল শুটিং পর্ব। তবে শুধু পাঁচ বন্ধুই নয় তাদের সঙ্গে গিয়েছে শিমুলের ননদ পুতুলও। আর এবার সোশ্যাল মিডিয়ায় পুতুল ওরফে শ্রীতমা শেয়ার করলেন সেই ছবি।

মন্দারমনিতে গিয়ে জমিয়ে শুটিং হল কার কাছে কই মনের কথা ধারাবাহিকের। তবে শুটিংয়ের পাশাপাশি চলল দেদার মজা। আর সমুদ্র সৈকতে গিয়ে ডাব খাওয়া হবে না এমনটা যেন সম্ভবই নয়। তাই এক মজার পোস্ট শেয়ার করলেন শ্রীতমা।

দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় তিনি ছবি দিয়েছেন এক হাতে ধরা রয়েছে ডাব, অন্য হাতে বিশাল আকার একটি মাছ। ক্যাপশনে হাতের ইমোজি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়েছে। অনুরাগীরা দারুন পছন্দ করেছেন এই ছবি।

শ্বশুর বাড়ির শাসনকে তোয়াক্কা না করেই শিমুল ও তার পাঁচ বন্ধু মিলে মন্দারমনিতে গেছে ছুটি কাটাতে। সঙ্গে নিয়েছে তার ননদ পুতুলকেও। আর এতে বেজায় খুশি পুতুল। বাড়ির কারও অনুমতি না থাকলেও পুতুল যে শিমুলের সঙ্গে বেরতে পেরে বেজায় খুশি, তা আর বলার অপেক্ষা রাখে না।

Back to top button