সিরিয়াল

কীভাবে টিআরপি তালিকায় এক নম্বরে উঠে এল কার কাছে কই মনের কথা? যা জানালেন অভিনেত্রী মানালি

যেখানে এতদিন দেখা গিয়েছে টিআরপি তালিকায় সব সময় প্রথম স্থান দখল করেছিল অনুরাগের ছোঁয়া নয়তো জগদ্ধাত্রী সেখানে এই সপ্তাহে সম্পূর্ণ হিসেব বদলে দিয়েছে কার কাছে কই মনের কথা। সবাইকে চমকে দিয়ে এই সপ্তাহে টিআরপি তালিকায় এক নম্বরে স্থান করে নিয়েছে এই ধারাবাহিক। কাহিনীতে বদলই কি এই ধারাবাহিকের টিআরপি বাড়িয়ে দিল? কি বলছেন ধারাবাহিকের নায়িকা মানালি?

এই সপ্তাহে সবাইকে পেছনে ফেলে একেবারে এক নম্বরে উঠে এসেছে কার কাছে কই মনের কথা। আর তারপরে খুশি সিরিয়ালের কলাকুশলীরা। এই প্রসঙ্গে মানালি দে এক প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, “ভাল নম্বর পেলে অবশ্যই ভাল লাগে। আমাদের গোটা টিম প্রত্যেকেই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। নম্বর ভাল এলে ভাল কাজ করার উদ্দীপনা আরও বেড়ে যায়”।

ইদানিংকালে দেখা যাচ্ছে টিআরপির অভাবে বন্ধ হয়ে যাচ্ছে একাধিক সিরিয়াল। খেলনা বাড়ি হোক কিংবা কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ একের পর এক সিরিয়াল বন্ধের মুখে। সেখানে কয়েক মাস আগে চালু হওয়া এই কার কাছে কই মনের কথা ধারাবাহিক যেভাবে টিআরপি তালিকায় উপরের দিকে উঠে আসছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে।

এই প্রসঙ্গে মানালি জানান, “টিআরপির খাতায় নাম লেখাতে না পারলে মনে হয় কী ভাবে সেই তালিকায় নাম লেখানো যায়। আমাদের এই গল্প একটা ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করে। সামাজিক বার্তাও দেওয়ার চেষ্টা করছে এই গল্প। আমাদের লক্ষ্য একটাই ভাল কাজ করে এগিয়ে যাওয়া”। তবে পরবর্তী সপ্তাহ গুলোতেও তারা এক নম্বরে জায়গা ধরে রাখতে পারে কিনা সেটা অবশ্যই দেখার।

প্রথম দিকে এই ধারাবাহিকে মানালি ওরফে শিমুলের সঙ্গে তার শাশুড়ির সম্পর্ক একেবারেই ভালো ছিল না। এমনকি ফুলশয্যার সেই দৃশ্য দেখেও বিদায় চটে গিয়েছিলেন দর্শক মহল। তারপর শাশুড়ি বৌমার সেই গতানুগতিক সাংসারিক ঝামেলায় বেশ কিছুদিন ধরে দেখানো হয়েছিল। কিন্তু ধীরে ধীরে প্লট পরিবর্তন করা হয়। বন্ধুত্ব গড়ে ওঠে শিমুল এবং তার শাশুড়ির মধ্যে। আর তারপরেই চড়চড় করে বাড়তে থাকে টিআরপি। মূলত মনে করা হচ্ছে গল্পের এই পরিবর্তনেই বেড়েছে টিআরপি।

Back to top button