সিরিয়াল

রাতের অন্ধকারে অকথ্য অত্যাচারে শিমুলের মাথা ফাটালো পরাগ! কার কাছে কই মনের কথায় নারী নির্যাতন দেখে ক্ষুব্ধ দর্শকরা

পাড়ার পাঁচ বউ-এর বন্ধুত্বের গল্প নিয়ে শুরু হয়েছে কার কাছে কই মনের কথা ধারাবাহিক। এই ধারাবাহিকে ইতিমধ্যেই পাড়ার বন্ধুদের পাশাপাশি শাশুড়ি ও ননদের সঙ্গেও মানালির বন্ধুত্ব গড়ে ওঠার গল্প দেখানো হচ্ছে। তবে স্বামী পরাগের সঙ্গে তাঁর সম্পর্ক ক্রমেই অবনতির দিকে এগোচ্ছে আর এই দেখে রীতিমতো ক্ষেপে আগুন দর্শকরা।

প্রথম দিকে শাশুড়ি বউয়ের সম্পর্ক নিয়ে দারুণ টানাপোড়েন চলছিল ধারাবাহিকে। এই নতুন প্লটে টানটান উত্তেজনা চলছে সিরিয়ালে। কিন্তু পরের দিকে শাশুড়ির সঙ্গে সম্পর্ক অনেকটা মসৃণ হয়েছে দেখানো হচ্ছে। কিন্তু নারী নির্যাতনের দিক তুলে ধরা হচ্ছে ধারাবাহিকে। যা দেখে বেজায় ক্ষুব্ধ দর্শকরা।

আরও পড়ুনঃ সংসারে সুখ ফিরবে কীভাবে? সংসার নিয়ে কী টিপস দিলেন অপরাজিতা

ধারাবাহিকে দেখানো হচ্ছে, শিমুল তার শাশুড়ির কথা শুনে রাতে স্বামী পরাগের ঘরে যায়। কিন্তু তার স্বামী তাকে দেখলেই রেগে যায় এবং উল্টোপাল্টা কথা বলতে থাকে। খারাপ ইঙ্গিত দেয়। মারার চেষ্টাও করে। শিমুল বাধা দেয়। বলে সে একটা জানোয়ারের অধম। এরপর পরাগ একপ্রকার ক্ষেপে ওঠে ওকে পাওয়ার নেশায়। শুরু করে জোর জবরদস্তি।

আরও পড়ুনঃ ফুলসজ্জার খাটে গিনিকে অসহনীয় অত্যাচার রূপের! নতুন এপিসোডের ঝলক সামনে আসতেই ছি ছি রব

এরপর এই দেখানো হয় শিমুলকে খাটে ছুড়ে ফেলার চেষ্টা করে পরাগ কিন্তু অসাবধানতবশত শিমুল খাটের কোনায় গিয়ে পড়ে এবং তার মাথা ফেটে যায়। এরপরেই রেগে ওঠে শিমুল। সে হুশিয়ারি দিয়ে জানায় পুলিশে যাবে, কোর্টে যাবে। ওর চাকরি থেকে ওকে বরখাস্ত করিয়েই ছাড়বে।

Back to top button