সিরিয়াল

ফুলসজ্জার বিছানায় মা-ছেলে! কার কাছে কই মনের কথা ধারাবাহিক দেখেই আগুন দর্শকমহল

পাড়ার পাঁচ বউ-এর বন্ধুত্বের গল্প নিয়ে শুরু হয়েছে কার কাছে কই মনের কথা ধারাবাহিক। এই ধারাবাহিকে ইতিমধ্যেই বিয়ে হয়েছে মানালির। তবে ফুলশয্যার রাতের এক দৃশ্য দেখে রীতিমতো ক্ষেপে আগুন দর্শকরা। শাশুড়ি আর বউমার লড়াইয়ে বেশ বিরক্তই দর্শকদের একাংশ।

ধারাবাইকে দেখানো হচ্ছে, শিমুলের স্বামী পরাগের মা অন্ত প্রাণ। কিন্তু তাই বলে ফুলশয্যার রাতে বউকে বাদ দিয়ে মায়ের সঙ্গে ঘুমোবে এই বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না দর্শকরা। দেখা যায় বউয়ের জন্য উপহার নিয়ে এসেছে পরাগ কিন্তু সেই সময় চলে আসে তার মা। শরীর খারাপের নাটক করে। শেষমেশ দেখা যায়, ফুলশষ্যার খাটে ছেলের বুকে মাথা রেখে শুয়ে থাকল মা, আর নতুন বউয়ের জায়গা হয় চেয়ারে। এই দৃশ্য দেখে বেজায় খেপে গিয়েছেন দর্শকরা।

মূলত টিআরপি বাড়ানোর জন্যই এই ধরনের এপিসোড দেখানো হচ্ছে বলে মনে করছেন দর্শকদের একাংশ।ফুলসজ্জার খাটে মা-ছেলেকে কখনই দেখানো উচিত নয় বলে মন প্রকাশ করেছে একাংশ।এই ধরণের দৃশ্যের বিরোধীতা করছে সাধারণ মানুষ।

ক্ষুব্ধ দর্শকরা লিখেছেন, “এটা কোনও গল্প? মায়ের সঙ্গে ছেলে ফুলসজ্জার খাটে? এসব দেখে কি শিখবে সমাজ? কার চিন্তা ভাবনা এত জঘন্য?” কেউ আবার লিখেছেন, “নোংরামি দেখানোরও তো একটা সীমা আছে। আপনারা টিআরপির জন্য যা ইচ্ছা কেন দেখান?” কারোর কথায়, এই ধরনের সিরিয়াল বন্ধ করে দেওয়া উচিত।

Back to top button