পুত্রবধূর গয়না হাতানোর মতলব শাশুড়ির! প্রতিবাদ শিমুলের, কোন দিকে মোড় নেবে কার কাছে কই মনের কথা?

এবার ছেলের বউয়ের গয়না হাতানোর ফন্দি আটছে শাশুড়ি। কিভাবে শিমুলের বাপের বাড়ি থেকে আনা গয়না হাতিয়ে নেওয়া যায় সেই মতলব করছে তার শাশুড়ি। কার কাছে কই মনের কথা ধারাবাহীকে আপাতত এই প্লটেই চলছে কাহিনী।
ধারাবাহিকে দেখা যাচ্ছে শিমুলের বাপের বাড়ি থেকে যে সমস্ত তত্ত্ব এসেছে তা খোলার অধিকার নেই তার। বরং সে তত্ত্ব খুলবে বাড়ির হবু ছোট বউ। শিমুলের বাড়ি থেকে প্রায় ৩৬ খানা ট্রে তত্ত্ব এসেছে। কিন্তু তারপরেও তাকে খোটা দিয়ে বলা হয় বাপের বাড়ি থেকে কিছুই পাঠানো হয়নি।
এদিকে দেখা যায় শিমুলের তত্ত্বে একটি ঘড়ি এসেছে। সেই ঘড়ি তার দেওর পলাশ নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কিন্তু শিমুল সাফ জানিয়ে দেয় সেই ঘড়িটি তার বাবা তার হবু জামাইয়ের জন্য রেখেছে তাই সেই ঘড়ি কাউকে দেওয়া যাবে না। আর এই নিয়েই ফের নতুন বউকে আক্রমণ করে তার শাশুড়ি।
অন্যদিকে শিমুল যা গয়না পেয়েছে সেই সমস্ত কিছু শাশুড়ির কাছে গচ্ছিত রাখতে বলে তার শাশুড়ি। কিন্তু এই বিষয়েও প্রতিবাদ জানাই শিমুল। সে স্পষ্ট জানিয়ে দেয় তার বাপের বাড়ি থেকে আনা গয়না তার কাছে শ্রীধন তাই সেগুলো একেবারেই হাতছাড়া করতে চায় না। এরপর গল্পের কাহিনী কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার।