নরম হল শিমুলের শাশুড়ির সুর! হঠাৎ কেন প্লট বদল কার কাছে কই মনের কথা ধারাবাহিকের?

পাড়ার পাঁচ বউ-এর বন্ধুত্বের গল্প নিয়ে শুরু হয়েছে কার কাছে কই মনের কথা ধারাবাহিক। এই ধারাবাহিকে ইতিমধ্যেই বিয়ে হয়েছে মানালির। তবে ফুলশয্যার রাতের এক দৃশ্য দেখে রীতিমতো ক্ষেপে আগুন দর্শকরা। শাশুড়ি বউয়ের সম্পর্ক নিয়ে দারুণ টানাপোড়েন চলছে ধারাবাহিকে। এর নতুন প্লটে টানটান উত্তেজনা চলছে সিরিয়ালে। তাই নিয়েও বেজায় ক্ষুব্ধ দর্শকরা। এবার তাই খানিকটা বদল করা হল প্লটে।
সিরিয়ালে বারবার দেখানো হচ্ছে শিমুলকে কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁর শাশুড়ি। কথায় কথায় তাঁকে খোটা দিচ্ছে। অশান্তি কেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে। শিমুলের সব কিছুই তাঁর অপছন্দের তাই সব সময় কথা শোনাচ্ছে তাঁকে। আর এই দৃশ্যই কার্যত অপছন্দ করছেন দর্শকরা।
এবার লেখিকা খানিক বদল করলেন স্ক্রিপ্ট। নরম হল শিমুলের শাশুড়ির সুর। দেখা যাচ্ছে,শিমুলের শাশুড়ির অতীতেও রয়েছে এক কঠিন অধ্যায়। সেই কথা শিমুলের সঙ্গে খানিকটা ভাগ করে নিচ্ছেন তিনি। শিমুলের শাশুড়ি বলেন তিনি যে পরিমাণ কষ্ট সহ্য করেছেন তাঁর কিছুই শিমুলকে সহ্য করতে হয় না।
এদিকে টানা ৪ সপ্তাহ পর টিআরপি তালিকায় জায়গা করেছে কার কাছে কই মনের কথা ধারাবাহিক। ধীরে ধীরে শিমুল ও তার বন্ধুরা দর্শক মনে জায়গা করে নিচ্ছে। তারই প্রমাণ মিলল সম্প্রতিতে সামনে আসা টিআরপির তালিকায়। তাহলে কি এবার এই শিমুল হয়ে উঠবে শাশুড়ির নয়নমনি? দর্শকদের মনে রাখতেই কি শাশুড়ির গলায় নরম সুর?