সিরিয়াল

সৌরভের সঙ্গে দাদাগিরি শিমুলের শাশুড়ির! কী চমক দিলেন মধুবালা? রইল ভিডিও

কার কাছে কই মনের কথা ধারাবাহিকে প্রথম দিকে একচেটিয়া খারাপ ব্যবহার করে গেছে শিমুলের শ্বাশুড়ি। কিন্তু এবার বউয়ের প্রতি মন গলেছে তাঁর। এই মধুবালা দেবী এবার এলেন দাদাগিরির মঞ্চে। জমিয়ে দাদাগিরি করলেন সৌরভের সঙ্গে।

সম্প্রতি দাদাগিরির মঞ্চে এসেছিল কার কাছে কই মনের কথা ধারাবাহিকের টিম। আজ শুক্রবার সেই এপিসোড সম্প্রচারিত হবে। শিমুল ও তাঁর বান্ধবী দের পাশাপশি থাকবেন শিমুলের শাশুড়ি মধুবালা দেবীও।

তবে এদিন ধারাবাহিকের সাজে নয়, বরং নিজের মত করেই সেজে এসেছেন তিনি। সাদা শাড়ি ছেড়ে ঝলমলে লাল শাড়িতে সেজে মধুবালা দেবী হাজির সৌরভের গেম শো-তে। অন্যদিকে লাল পাড়ের হালকা সবুজ শাড়িতে দেখ মিলল মানালির।

ইতিমধ্যেই সৌরভের সঙ্গে ছবি দিয়েছেন অভিনেত্রী মানালি দে। তিনি লিখেছেন, “‘দাদাগিরিতে যাব দাদার সাথে ছবি তুলবো না, সেটা কি হতে পারে… কাল দাদাগিরিতে কার কাছে কই মনের কথা’র আমরা সবাই থাকছি”। প্রোমোতে আবার মধুবালা দেবী অর্থাৎ রীতা দত্ত চক্রবর্তীকে বলতে শোনা গেল, ‘দাদাগিরিটা না আমি ভালো জানি’।

Back to top button