রবি ঠাকুরকে অসম্মান! করণের নতুন ছবির ট্রেলার দেখে গর্জে উঠলো নেটিজেনরা

সম্প্রতি মুক্তি পেয়েছে করণ জোহরের ‘রকি অর রানী কি প্রেম কাহিনী’র ট্রেলার। তবে ট্রেলার মুক্তি পেতেই বিশেষ কিছু দৃশ্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কিছু দৃশ্য দেখে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছেন দর্শকরা। রে রে করে তেড়ে এসেছেন বাঙালি নেটিজেনদের একাংশ।
ট্রেলারের শুরুতেই দেখানো হয়েছে বাঙালি ঘর সংসার রীতি রেওয়াজ আদব-কায়দা। আলিয়া ভাট একেবারেই আদ্যপান্ত বাঙালি একটি মেয়ে। যাকে বিয়ে করার জন্য এসেছেন পাঞ্জাবি ছেলে রণবীর সিং। দৃশ্যে একেবারেই বাঙালি কালচার রীতিনীতি দেখানো হয়েছে। বাঙালি মেয়েদের মতো শাড়ি টিপে সেজেছে অভিনেত্রী আলিয়া ভাট। সেখানে তার মা বাবার ভূমিকায় রয়েছেন টোটা রায়চৌধুরী এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়।
বাঙ্গালীদের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর বরাবরই আবেগে। ছবির দৃশ্যেও তাই দেখানো হয়েছে। কিন্তু এই দৃশ্যে দেখা গিয়েছে রণবীর সিং এসে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেখে তাকে দাদু বলে সম্মোধন করেছেন। আর এই দৃশ্যই মেনে নিতে পারেননি দর্শকদের একাংশ। এই দৃশ্য দেখে কার্যত রেগে গিয়েছেন অনেকেই। তাদের অভিযোগ রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছেন করণ জোহার।
এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠেছে। কেউ কমেন্ট করে লিখেছেন, রবীন্দ্রনাথকে অপমান করা মোটেও মেনে নেওয়া যাবে না। বিষয়টিকে যে তারা একেবারেই মজার ছলে নেননি তা বারবার স্পষ্ট হয়েছে কমেন্ট বক্সে। কেউ কেউ আবার ভবিষ্যৎবাণী করে জানিয়েছেন এই ছবি ফ্লপ হবে।