জাতীয় সংগীত গাইতে গিয়ে একী করে বসলেন করিনা? ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফুঁসছে নেট দুনিয়া

জাতীয় সঙ্গীত আমাদের সবারই আবেগের জায়গা। এই গান গাওয়ার সময় শিহরিত হয় শরীর। একদম নিষ্ঠা ভরে গাইতে হয় এই গান। কিন্তু এবার এই জাতীয় সঙ্গীত গাইতে গিয়েই এমন এক কাণ্ড ঘটিয়ে বসলেন করিনা কাপুর যে চরম ট্রোলের শিকার হতে হল তাঁকে।
বৃহস্পতিবার অর্থাৎ ২১ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে ‘জানে জান’। তাই এই ছবির প্রচারের জন্য আপাতত ব্যস্ত করিনা কাপুর খান, বিজয় ভার্মা এবং জয়দীপ আহলাওয়াতরা। সেই প্রচারে গিয়েই জাতীয় সঙ্গীত গাইতে দেখা যায় তাঁকে। আর সেখানেই ঘটে বিপত্তি।
ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, হাতদুটো একসঙ্গে জড়ো করে ধরে অন্যান্য মহিলাদের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইছেন তিনি। কিন্তু জন গণ মন গাওয়ার সময় তিনি নড়তে থাকেন। যা একেবারেই অনভিপ্রেত। এরপরেই তাঁকে চরম ট্রোল করতে শুরু করেন নেটিজেনরা।
জাতীয় সঙ্গীত গাওয়ার সময় করিনার দাঁড়ানোর ভঙ্গী যে কারোর পছন্দ হয়নি নেটাগরিকদের। একজন কটাক্ষ করে লিখেছেন, ‘জাতীয় সংগীতের সময় আপনার মনোযোগ কোথায় ছিল ম্যাডাম?’ কেউ আবার পরামর্শ দিয়ে বলেছেন ‘আরে অনুগ্রহ করে একটু তাকে বলুন যে আমরা এভাবে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাই না।’