একাকীত্বে ভোগেন করণ জোহর? কফি উইথ করণ- শোতে এসে গোপন তথ্য ফাঁস করলেন করিনা কাপুর

বলিউডের অন্যতম সফল পরিচালক ও প্রযোজক করণ জোহার। চলতি বছরেই তার পেশাগত জীবনের ২৫ বছর পূর্ণ হয়েছে। তাকে নিয়ে যেমন বহু বিতর্ক রয়েছে ঠিক তেমনি এই পরিচালককে নিয়ে আলোচনাও হয় বিটাউনে বিস্তর। তবে আপাতত তিনি কি সিঙ্গেল নাকি মিঙ্গেল? এই নিয়ে অবশ্য হাটে হাড়ি ভাঙলেন করিনা কাপুর।
সম্প্রতি ‘কফি উইথ কর্ণ’-এক অষ্টম সিজনে আলিয়া ভাটের সঙ্গে এসেছিলেন কারিনা কাপুর খান। সেখানে কথায় কথায় করণ জোহারের সাম্প্রতিক রিলেশন স্ট্যাটাস এর কথা ওঠে। তখনই নবাব পত্নী বলে ওঠেন, ব্যক্তিগত জীবনেও নাকি নিজের মনের মানুষকে খুঁজে পেয়েছেন করন।
করিনা বলেন, ‘‘করণকে তো চারদিক থেকে ছেলেরা ছেঁকে ধরেছে”। এই কথা শুনে রীতিমতো ব্লাশ করতে শুরু করেন পরিচালক। কিন্তু নিজে এ বিষয়ে কী বললেন তিনি? করিনা কাপুরের কথায় কি মান্যতা দিলেন?
উত্তরটা একেবারেই না। অনুরাগীদের হতাশ করে তিনি জানান, আপাতত তিনি সিঙ্গেল রয়েছেন। বলেন, “সত্যি বলতে, আমার জীবনে এই মুহূর্তে কোনও ছেলেই নেই”। একা থাকতে যে তার খারাপ লাগে তেমনটা নয়। তবে মাঝে মাঝে একাকিত্বে ভোগেন তিনি।