সইফ আলি খানের বাড়িতে হামলা নিয়ে তোলপাড় মুম্বই নগরী। কিভাবে অত নিরাপত্তার মাঝেও ছুরির আঘাত করতে সাহস পেল আততায়ীরা তাই নিয়েই উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই নিজের দুই সন্তানকে নিয়ে দিদির বাড়ি গিয়ে উঠেছেন করিনা কাপুর খান। এবার সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানালেন তিনি।
বুধবার রাতেই সইফ আলি খানের উপর হামলা করে আততায়ী। ছুরির আঘাতে গুরুতর আহত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হয়েছে অস্ত্রোপচারও। এখন স্থিতিশীল হলেও অবস্থা গুরুতর।
করিনা সোশ্যাল মিডিয়ায় লেখেন, “আমাদের পরিবারের জন্য এটা একটা ভয়ঙ্কর দিন। এখনও পুরো বিষয়টা আমাদের বোধগম্যই হচ্ছে না। এমনটা ঘটেছে তা মেনে নিতে সময় লাগছে। আমি পাপারাজ্জি এবং সকল সংবাদমাধ্যমকে অনুরোধ জানাব নানা অনুমান করা যেন বন্ধ করে”।
এছাড়াও তিনি শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়েছেন। লিখেছেন, “এ যেন আমাদের খ্যাতির বিড়ম্বনা। আমাদের ভালবাসার জন্য ধন্যবাদ। কিন্তু সারাক্ষণ আমাদের ছবি তোলা আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি তার ভিডিয়ো পোস্ট করা তা আমাদের জীবনের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে”।
অস্ত্রোপচারের পর দুই সন্তান জেহ এবং তৈমুরকে নিয়ে দিদি করিশ্মার লোখান্ডওয়ালার বাড়িতে চলে যান করিনা কাপুর। সেখানে তাঁর সঙ্গে দেখা করতে যান, করণ জোহর, সঞ্জয় দত্ত, মালাইকা অরোরা। অমৃতা অরোরা পৌঁছন স্বামী শাকিল লাদাককে নিয়ে।