সইফ আলি খানের বাড়িতে হামলা নিয়ে তোলপাড় মুম্বই নগরী। কিভাবে অত নিরাপত্তার মাঝেও ছুরির আঘাত করতে সাহস পেল আততায়ীরা তাই নিয়েই উঠছে প্রশ্ন। এবার নিজের দুই সন্তানকে নিয়ে দিদির বাড়ি গিয়ে উঠলেন করিনা কাপুর খান।
বুধবার রাতেই সইফ আলি খানের উপর হামলা করে আততায়ী। ছুরির আঘাতে গুরুতর আহত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। হয়েছে অস্ত্রোপচারও। এখন স্থিতিশীল হলেও অবস্থা গুরুতর।
অস্ত্রোপচারের পর দুই সন্তান জেহ এবং তৈমুরকে নিয়ে দিদি করিশ্মার লোখান্ডওয়ালার বাড়িতে চলে যান করিনা কাপুর। সেখানে তাঁর সঙ্গে দেখা করতে যান, করণ জোহর, সঞ্জয় দত্ত, মালাইকা অরোরা। অমৃতা অরোরা পৌঁছন স্বামী শাকিল লাদাককে নিয়ে।
মুম্বই পুলিশ জানিয়েছে, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাড়িতে ঢুকে বচসায় জড়ায় পরিচারিকার সঙ্গে। সইফ গোটা ঘটনা শুনতে পেয়ে বাইরে বেরিয়ে আসেন। সেই সমস্যার সমাধান করতে গেলে তখনই তাঁকে ছুরির আঘাত করে ওই দুষ্কৃতী।
মুম্বই পুলিশ সূত্রে প্রাথমিক খবরে জানা গেছে, হামলার সময় সাইফ তাঁর স্ত্রী কারিনা কাপুর এবং সন্তানদের সঙ্গে বাড়িতে ছিলেন। সাইফ তাঁদের রক্ষা করতে গিয়েই নাকি ছুরির আঘাতে আহত হন।