বিতর্ক বাড়াতে পছন্দ করি না! করণ জোহরের সঙ্গে বিবাদ নিয়ে মুখ খুললেন কার্তিক আরিয়ান

Avatar

Published on:

বিতর্ক বাড়াতে পছন্দ করি না! করণ জোহরের সঙ্গে বিবাদ নিয়ে মুখ খুললেন কার্তিক আরিয়ান

কার্তিক আরিয়ান এবং করণ জোহারের বিবাদের কথা সর্বজনবিদিত। কিন্তু এখন সেই বিবাদ অতীত। পুরনো ঝামেলা ভুলে গিয়ে ফের হাত মিলিয়েছেন পরিচালক ও অভিনেতা। করণ জোহরের আগামী ছবিতে দেখা যাচ্ছে কার্তিক আরিয়ানকে।

গত বছর কার্তিকের জন্মদিনে, ধর্মা প্রোডাকশন এবং একতা কাপুরের বালাজি টেলিফিল্ম লিমিটেড যৌথভাবে কার্তিককে মূখ্য ভূমিকায় রেখে একটি চলচ্চিত্রের ঘোষণা করেছিল। এটি পরিচালনা করবেন সন্দীপ মোদী। ২০২৫ সালের ১৫ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

   
 ⁠

করণ জোহরের প্রযোজনা সংস্থার তরফে একটি পোস্ট দিয়ে নতুন ছবির আসার ইঙ্গিত দেওয়া হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে এই ছবিতে সহ প্রযোজক হিসেবে কাজ করবেন একটা কাপুরের প্রযোজনা সংস্থা বালাজি টেলিফিল্মস।

  
 ⁠

তবে ছবিটির বিষয়বস্তু এবং শিরোনাম সম্পর্কে এখনো তেমন ভাবে কিছু জানানো হয়নি। অন্যান্য কাস্টিং কারা থাকবে সেই বিষয়েও চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনো পর্যন্ত। চিত্রনাট্য নিয়েও ঘষামাজা চলছে।

এদিকে করণের সঙ্গে বিবাদ নিয়েও মুখ খুললেন অভিনেতা। বললেন, “অনেক সময় অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যায়, বা পরিস্থিতি এমন তৈরি হয় যে অনেক কিছু হাতের বাইরে বেরিয়ে যায়। বিশেষ করে যখন কিছু নিয়ে লেখা হয়, বা চর্চা হয় সেটা নিয়ে ভুল বোঝাবুঝি আরও বেড়ে যায়”।

তাঁর কথায়, “আমি আমার কাজের প্রতি ১০০ শতাংশ ফোকাস করি এবং যখন এই ধরনের কোনও বিতর্ক হয়, আমি তা নিয়ে আর নতুন করে কিছু বলে বিতর্ক বাড়াতে পছন্দ করি না, আমি চুপচাপ থাকি। আমি এই সব বিষয়ে খুব বেশি জড়িয়ে পড়তে চাই না। আর নতুন করে কিছু বলে কারুর কাছে কিছু প্রমান করতে চাই না আমি”।