খুব খারাপ লাগত, ভীষণ কাঁদতাম! জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন কার্তিক আরিয়ান

Published on:

খুব খারাপ লাগত, ভীষণ কাঁদতাম! জীবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শোনালেন কার্তিক আরিয়ান

নায়ক নায়িকাদের জীবন উপর থেকে দেখতে যতটা ঝা চকচকে মনে হয় সব সময় কিন্তু তেমনটা হয় না। তাদের জীবনেও থাকে অনেক স্ট্রাগলের গল্প। যা কোনও সময় প্রকাশ্যে আসে আবার কোনও সময় প্রকাশ্যে আসে না। তেমনই নিজের জীবনের সংঘর্ষের কথা এবার শেয়ার করলেন বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান।

নিজের জীবনের টানাপোড়নের কথা জানাতে গিয়ে কার্তিক বলেন, একটা সময় ছিল যখন তাঁকে সবাই রিজেক্ট করে দিচ্ছিল। তিনি একা একা কাঁদতেন। একের পর এক প্রযোজনা সংস্থা থেকে সরে দাঁড়াতে শুরু করেছিলেন তিনি। অনেকেই জানিয়ে দিচ্ছিলেন, তাঁর সঙ্গে কাজ করবেন না।

   
 ⁠

তবে সবুরে মেওয়া ফলে। আর সেটাই হয়েছে। ঘুরে দাঁড়িয়েছেন তিনি। পেয়েছেন সফলতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে কার্তিক আরিয়ান তাঁর সেই কঠিন পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন। নেহা ধুপিয়াকে জানিয়েছিলেন তিনি ধৈর্য্য ধরেছিলেন।

  
 ⁠

কার্তিক জানান, “আমি সেই সমস্ত বিজ্ঞাপনও করেছি, যেখানে কেবল একটা প্ল্যাকার নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে হত। আমি ভীষণ কাঁদতাম। আমার খুব খারাপ লাগত, যখন দেখতাম একের পর এক অডিশন দিয়েও আমি বাদ পড়ে যাচ্ছি”।

শেষ ভুলভুলাইয়া থ্রি ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। কলকাতা শহরের অলিতে গলিতে শুটিং করেছেন রুহ বাবা। এমনকি দীর্ঘদিন করণ জোহরের সঙ্গে তাঁর যে মনোমালিন্য ছিল, সেই বিষয়টিও মিটে গিয়েছে।