২৩ বছর পরেও অব্যাহত কভি খুশি কভি গমের জাদু ! কাজল-ফরিদার ডায়লগ গড়গড়িয়ে বলছে দর্শক

Avatar

Published on:

২৩ বছর পরেও অব্যাহত কভি খুশি কভি গমের জাদু ! কাজল-ফরিদার ডায়লগ গড়গড়িয়ে বলছে দর্শক

মাঝে তেইশটা বছর কেটে গিয়েছে। ২০০১ সালে মুক্তি পেয়েছিল বলিউড হিট ‘কাভি খুশি কভি গম’। এই ছবিতেই নজর কেড়েছিলেন অভিনেত্রী করিনা কাপুর। কারিনা চলচ্চিত্র জগতে সম্প্রতি ২৫ বছর পূর্ণ করেছেন। সেই উদযাপন স্বরূপ চলচ্চিত্র উৎসবের ফের মুক্তি পেল এই ছবিটি। দেখা যায়, সঞ্জনা সিং নামে এক ভক্ত সিনেমা হলে বসে ছবিটি দেখেছিলেন। তিনি হলে বসে এই ছবি দেখার অভিজ্ঞতা কেমন ছিল তা তিনি সমাজমাধ্যমে শেয়ার করেছেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, দর্শকরা সকলে মিলে ছবির একটি সংলাপ পুনরাবৃত্তি করছেন। আর সেই মজার ভিডিয়ো শেয়ার করেছেন। 

আসলে যে সময় ছবিটি এই মুক্তি পেয়েছিল, সেই সময় চূড়ান্ত হিট হয়েছিল এই বলি মুভি। ছবির বেশিরভাগ ডায়লগ ভক্তদের পছন্দের। যার মধ্যে একটি কাজল এবং ফরিদা জালালের চরিত্রে
সিনেমায় ‘অঞ্জলি’ এবং ‘সাঈদা বেগম’ (দাইজান)-এর মধ্যে একটি কথোপকথন। স্ক্রিনে তাঁরা ব্রিটিশদের কথা বলার ধরন নকল করে। আর ‘অঞ্জলি’ তার ছেলেকে এক ধমক দিয়ে মোটেই ব্রিটিশদের মতো না হতে বলে।

   
 ⁠

ছবিতে দেখা যায়, অঞ্জলি ও ‘দাইজান’ বলছে, ‘ওহ, হ্যালো, মিসেস স্প্রাইটলি! তখন অপরজন বলছে, ওহ, হ্যালো, সুগার! উড ইউ লাইক সাম টি? ইয়েস। উইথ অ্যা ড্রপ অফ লেমন অন ইট, ওহ! সাম কুকিস প্লিজ, কুকিজ লাভলি! ছাড্ডো। অর্থাৎ (ছেড়ে দাও)!’ আর এবার দেখা গেল এই সংলাপটি ছবিটির দর্শকরা নতুন করে রি-ক্রিয়েট করেছেন।

  
 ⁠

সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, থিয়েটারের দর্শকরা একসঙ্গে সব সংলাপগুলি পুনরাবৃত্তি করেছিলেন। আর যেই না দৃশ্যটি শেষ হয়ে গেল অমনি সবাই হেসেছিলেন। ভিডিয়োটি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় সঞ্জনা ক্যাপশনে লেখেন, ‘দারুণ, চিরকালের আইকনিক, সব হলে কান পাতলে একটাই সংলাপ শোনা যাবে।’

প্রসঙ্গত উল্লেখ্য, সেপ্টেম্বর ২০ থেকে সেপ্টেম্বর ২৭ মোট ১৫ টি শহরের ৩০ টির বেশি সিনেমা হলে এই ছবি ও চলচ্চিত্র উৎসব চলবে। ‘কাভি খুশি কাভি গাম’ ছাড়া চলচ্চিত্র উৎসব রয়েছে সন্তোষ শিবনের ‘অশোকা’ (২০০১), সুধীর মিশ্রের ‘চামেলি’ (২০০৩), ইমতিয়াজ আলির ’জব উই মেট’ (২০০৭) ইত্যাদি।