রেলের চাকরি ছেড়ে অভিনয়ে, কীভাবে অভিনেতা হয়ে উঠলেন খরাজ মুখার্জী? জন্মদিনে বললেন নিজেই

খরাজ মুখোপাধ্যায় টলিউড ইন্ডাস্ট্রিতে অত্যন্ত জনপ্রিয় মুখ। তার সংলাপ বলার ধরন অভিনয়ের দক্ষতা সবকিছুই দর্শকদের অত্যন্ত পছন্দের। তবে জানেন কি এই অভিনেতার বাবা কখনোই চাননি তিনি অভিনয় জগতে আসুন। তবে সেই সমস্ত নিষেধকে তোয়াক্কা না করে নিজের ইচ্ছের দাম দিয়েছেন অভিনেতা।
৭ জুলাই ছিল অভিনেতার জন্মদিন। ৬০ বছরে পা দিলেন খরাজ মুখোপাধ্যায়। নিজের জন্মদিনের দিন প্রথম সারির এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি নিজের জীবনের বিভিন্ন দিক সম্পর্কে জানিয়েছেন। সেখানেই অভিনেতা বলেন, প্রথম জীবনে রেলে চাকরি করতেন তিনি। তার সঙ্গে টুকটাক অভিনয় করতেন। কিন্তু অভিনয় করার কারণে চাকরিতে ব্যাঘাত ঘটতো। তাই তিনি কখনোই চাননি একটা সরকারি পদকে এভাবে আটকে রাখতে। তাই চাকরি ছেড়ে অভিনয় জগতে পা বাড়ান তিনি।
তিনি জানান, তাঁর এই মনের কথা অকপটে জানিয়েছিলেন স্ত্রী প্রতিভাকে। এক্ষেত্রে প্রতিভা মুখোপাধ্যায়ও স্বামীর পাশেই ছিলেন বলে জানিয়েছেন অভিনেতা। বলেছিলেন, ‘যেটা মন চাইছে করো’। অভিনয় ছাড়াও এই কাজের সুবাদেই বিভিন্ন শিল্পীর হয়ে ডাবিং করেন খরাজ মুখোপাধ্যায়। তার অসাধারণ নকল করার ক্ষমতা অবাক করে দর্শকদের।

অভিনেতা বলেন, তার এই চেহারাও তাঁকে অভিনয়ে জীবনে এগিয়ে যাওয়ার জন্য বেশ সাহায্য করেছে। আসলে প্রথম দিকে বেশ রোগাই ছিলেন তিনি। কিন্তু পরে এক দুর্ঘটনায় বাড়িতে শয্যাশায়ী হয়ে পড়েন। আর তখনই এই রকম মোটা হয়ে যান। চিকিৎসকরা বলেছিলেন খুব বেশি শরীরচর্চা তিনি করতে পারবেন না। তবে এই চেহারার কারণেই তিনি আরও বেশি করে কাজ পেয়েছেন বলে জানান।