‘শ্রীদেবীর মেয়ে হয়েও এত নির্লজ্জ!’ বোল্ড লুকে ছবি পোস্ট করতেই খুশি কাপুরকে ছি ছি নেট দুনিয়ার

ইতিমধ্যেই বলিউডে পা রেখে জনপ্রিয়তা অর্জন করেছেন শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। এরপর তার বোন খুশি কাপুর বলিউডে পা রাখলেন। আর সিনেমা জগতে পা রেখেই একের পর এক বোল্ড আন্দাজে ছবি পোস্ট করতে থাকেন তিনি। তার এই ছবি দেখে যেমন প্রশংসা ভেসে এসেছে ঠিক তেমনি উড়ে এসেছে কটাক্ষ।
সিনেমা জগতে পা রাখার আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় দারুন সক্রিয় খুশি কাপুর। প্রায় নিজের নানান মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন তিনি। এবার, নিজের টু পিস পড়া ছবি শেয়ার করেই তাক লাগিয়েছেন। এহেন অবতারে তাঁকে আগে দেখা যায়নি। ফলেই, পারদ চড়ছে প্রতিনিয়ত।
কাজের ফাঁকে তোলা নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে তার পরনে রয়েছে নীল এবং গোলাপি রঙের টু-পিস। তার বোল্ড কায়দা ঘুম কেড়েছে ভক্তদের। তার ছবি দেখে প্রশংসা করেছেন তার দিদি জাহ্নবী কাপুরও। তবে অনেকেই এই ছবি দেখে নিন্দা করেছেন। তাদের মতে শ্রীদেবীর কন্যা হয়ে এরকম পোশাকে ছবি আপলোড করা অসম্মানজনক। অনেকেই ছি ছি করেছেন ছবি দেখে।
তবে বেশ কিছু জন প্রশংসা করে লিখেছেন, ঠিক যেন পুতুল। আবার কেউ বলছেন, কাসাটা আইস্ক্রিম। অভিনেত্রীর ছবিতে ভালবাসা জানিয়েছেন অনেকেই। প্রসঙ্গত, দ্যা আর্চিস ছবিতে ডেবিউ করেছেন তিনি। সেখানে একঝাঁক নতুন তারকার সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন। এখন আবার নতুন কাজের অপেক্ষা।