শুরু হচ্ছে KIFF! তপন সিনহার জন্ম শতবর্ষে থাকছে একাধিক চমক

Published on:

শুরু হচ্ছে KIFF! তপন সিনহার জন্ম শতবর্ষে থাকছে একাধিক চমক

৪ঠা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ৩০ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারই প্রথম উৎসবের উদ্বোধন হল আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে। এবছর উৎসবে ফোকাস কান্ট্রি ফ্রান্স। সে দেশের কুড়িটি কাহিনীচিত্র প্রদর্শিত হবে। অন্যান্যবারের মত নন্দন, রবীন্দ্রসদন,শিশির মঞ্চ সহ মহানগরের মোট কুড়িটি প্রেক্ষাগৃহে উৎসবের ছবিগুলি দেখানো হবে। ক্লোসিং সেরেমনি হবে রবীন্দ্র সদনে।

এবার ২৯ টি দেশের ১৭৫টি ছবি নির্বাচিত করা হয়েছে। প্রতিযোগিতা বিভাগে ৪২ টি কাহিনী চিত্র ও ত্রিশটি স্বল্পদৈর্ঘ্যের ও তথ্যচিত্র অংশ নিচ্ছে। এবছর পরিচালক তপন সিংহ, হরিসাধন দাশগুপ্ত, কণ্ঠশিল্পী তালাত মাহমুদ, মোহাম্মদ রফি সহমত ১১ জনকে শতবার্ষিকী সম্মাননা জানানো হবে।

   
 ⁠

এবার সত্যজিৎ রায় স্মারক বক্তৃতা দেবেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব “আর বালকি”। প্রতিবারের মতো এবারও থাকছে মাস্টার ক্লাস এবং সিনেমা সংক্রান্ত সেমিনার ও মতবিনিময়।

  
 ⁠

উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’। কিংবদন্তি এই পরিচালকের জন্মশতবর্ষ-ও পালিত হচ্ছে এবারের উৎসবে। ধনধান্যে বিকেল সাড়ে ৫টায় ছবিটি দেখানো হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবনায় থিম সং গেয়েছেন নচিকেতা চক্রবর্তী।