২২ কেজি ১৪ ফুটের কিং কোবরা ঘুরছে ঘরে! আওয়াজ শুনেই যা হল গৃহকর্তার

সোশ্যাল মিডিয়ায় এমন সমস্ত ভিডিও মাঝে মাঝে ভাইরাল হয় যা দেখে একেবারে শিউরে উঠতে হয়। এই হাড় হিম ম ভিডিও দেখে চমকে যান দর্শকরাও। আর এই ধরনের ভিডিও পোস্ট হওয়া মাত্রই মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এবার তেমনই এক হাড় হিম করা ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি বাড়ির ভেতর ঢুকে পড়েছে ১৪ ফুট লম্বা এবং ২২ কেজি ওজনের একটি কিং কোবরা সাপ। আর এই সাপের ফোঁস আওয়াজ শুনে রীতিমত অজ্ঞান হওয়ার জোগাড় বাড়ির গৃহকর্তার। উদ্ধারের পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাড়ির সকলে। ঘটনাটি ভিটিআর সংলগ্ন লক্ষ্মীপুর রামপুরওয়া গ্রামের ঘটনা। এই ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরাও।
বনকর্মীরা জানিয়েছেন, গত ৫ বছরে এখান থেকে প্রায় ৩০টি কেউটে উদ্ধার করা হয়েছে। বৃষ্টির কারণে এবং ঘন জঙ্গলে মোড়া এই জায়গায় সরীসৃপ ও বন্য প্রাণীসহ বিভিন্ন ধরনের পোকামাকড় গর্ত ও বন থেকে বেরিয়ে আবাসিক এলাকার মাঝে মধ্যে হানা দেয়।
জানা গেছে, প্রায় এক মাস আগেও বাগাহায় একটি একই একটি কেউটে উদ্ধার করা হয়।সাপের ভিডিওগুলি এমনিতেই ভয় ধরায়। তার ওপর কেউটে! সাধারণত মানুষজন কেউটের নাম শুনলেই আঁতকে ওঠেন সেখানে ঘরের ভিতর ঢুলে পড়ল বিশালাকারের কিং কোবরা। ৬ জনের ২ঘন্টার চেষ্টায় অবশেষে উদ্ধার করা হয়েছে ওই বিশালাকার কিং কোবরা সাপটি।