আমরা বিচ্ছেদের জন্য প্রস্তুত ছিলাম! ডিভোর্সের কারণ নিয়ে মুখ খুললেন কিরণ রাও

Published on:

আমরা বিচ্ছেদের জন্য প্রস্তুত ছিলাম! ডিভোর্সের কারণ নিয়ে মুখ খুললেন কিরণ রাও

আমির খান ওরফে ‘মিস্টার পারফেকশনিস্ট’। তাঁর সব কিছুই নিখুঁত হতে হবে। বলিউড মিস্টার পারফেকশনিস্ট হিসেবেই খ্যাত তিনি। ২০২১- সালে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। কিন্তু এখনো তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। কাজও করছেন একসঙ্গে। এবার নিজেদের বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন কিরণ।

কিরণ রাও বলেন, “আমাদের খুব সহজ ভাবেই বিচ্ছেদ হয়েছিল। তার কারণ আমরা বিচ্ছেদের জন্য তত দিনে প্রস্তুত ছিলাম। বিবাহিত থাকাকালীন আমাদের মধ্যে সব ঠিকই ছিল। বিচ্ছেদের সিদ্ধান্তও আমরা ভেবেচিন্তেই নিয়েছিলাম। আমরা কখনওই ঝগড়া করিনি। তর্ক করেছি, যা ১২ ঘণ্টার মধ্যে আমরা মিটিয়ে নিয়েছি। এই ধরনের সমস্যা কিন্তু বাবা-মায়ের সঙ্গেও হয়ে থাকে”।

   
 ⁠

নিজেদের মধ্যে বৈবাহিক বিচ্ছেদ হলে ছেলের জন্য তারা এখনো একসঙ্গে দেখা করেন এবং ছেলেকে নিয়ে সময় কাটান। এই প্রসঙ্গে পরিচালক জানান, “আমাদের সম্পর্কে বাঁচিয়ে রাখার মতো অনেক কিছু ছিল। আমরা আমাদের সন্তানকে ছুড়ে ফেলে দিতে চাইনি। আমরা এমন ভাবে এগিয়েছি যাতে, একটা দড়ি টুকরো না হয়ে যায়। বরং একটা দড়ি থেকে গিঁট ছাড়ানোর চেষ্টা করেছি। আমরা সময় নিয়ে সেই গিঁট ছাড়িয়েছি”।

  
 ⁠

প্রসঙ্গত, আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্ত। রিনা ও আমিরের ১৯৮৬ সালে বিয়ে হয়। ১৬ বছর দাম্পত্যের পর বিচ্ছেদ হয়। রিনা ও আমিরের দুই সন্তান ইরা ও জুনেইদ। রিনার পর আমির কিরণ রাওকে বিয়ে করেন। কিরণ ও আমিরের সন্তান আজাদ৷ সেই সম্পর্কেও তাঁরা ইতি টানেন ২০২১ সালে। যদিও উভয় স্ত্রীর সঙ্গেই যোগাযোগ রয়েছে আমিরের।