আরজি করের প্রতিবাদে মুগ্ধ কিরণ! নারী নিরাপত্তা নিয়েই তৈরি হবে তাঁর পরের ছবি

Avatar

Published on:

আরজি করের প্রতিবাদে মুগ্ধ কিরণ! নারী নিরাপত্তা নিয়েই তৈরি হবে তাঁর পরের ছবি

আরজি করের ঘটনায় যখন উত্তাল দেশ ঠিক তখনই এই প্রেক্ষাপটেই ছবি তৈরি করার কথা জানালেন পরিচালক তথা প্রযোজক কিরণ রাও। ইতিমধ্যেই তাঁর ছবি লাপাতা লেডিস অস্কারের জন্য মনোনীত হয়েছে। এরপর ফের একবার মহিলাদের নিরাপত্তা নিয়ে ছবি করার কথা ভাবলেন তিনি।

কিরণ রাও বলেন, “গোটা দেশেই কর্মক্ষেত্রে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা খুব জরুরী। কলকাতার এহেন প্রতিবাদী মুখ দেখে আমি অভিভূত। এই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে সমাজের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছেন , সেটা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে”।

   
 ⁠

তাঁর সংযোজন, তিনি নতুন একটি ছবির প্লট ভেবেছেন। যার প্রেক্ষাপট কলকাতা। যেখানে চল্লিশের দশক থেকে বর্তমান প্রজন্মের নারীদের নানা কথা ফুটে উঠবে। শুটিং হবে কলকাতাতে। যদিও পুরো বিষয়টা এখনও আলোচনা স্তরে রয়েছে।

  
 ⁠

লাপাতা লেডিসের মনোনীত হওয়ার প্রসঙ্গে আমির খান বলেন, “আমরা সবাই এই খবরে খুব খুশি। আমি কিরণ এবং তার পুরো টিমকে নিয়ে খুব গর্বিত। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার কমিটি, যারা অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের চলচ্চিত্রটিকে বেছে নিয়েছেনতাঁদের ধন্যবাদ জানাই।”