আমিরের পরামর্শ পত্রপাঠ খারিজ! শুটিং ফ্লোরে স্বামীর উপর নির্যাতন কিরণের

Published on:

আমরা বিচ্ছেদের জন্য প্রস্তুত ছিলাম! ডিভোর্সের কারণ নিয়ে মুখ খুললেন কিরণ রাও

আমির খান ওরফে ‘মিস্টার পারফেকশনিস্ট’। তাঁর সব কিছুই নিখুঁত হতে হবে। বলিউড মিস্টার পারফেকশনিস্ট হিসেবেই খ্যাত তিনি। ২০২১- সালে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয়েছে। এই কিরণ রাওয়ের প্রথম পরিচালিত ছবি ধোবি ঘাটে অভিনয় করতে দেখা গিয়েছিল আমির খান কে। আর সেখানেই নাকি স্বামীর উপর নির্যাতন করতেন তিনি। পরিচালক নিজেই সে কথা বলেছেন।

এক পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। সেখানে শোনা যাচ্ছে কিরণ রাও বলছেন, “আমার মনে হয় ধোবি ঘাটে ও দারুণ। আমার ছবিতে তিনি দারুণ। তিনিই সেরা। স্নায়ুচাপ নয় তবে আমি তাকে কিছুটা নির্যাতন করেছি। তিনি যদি কিছু পরামর্শ দিতেন, আমি বলতাম, না, না”।

   
 ⁠

তিনি আরও বলেন, “এটা আমার প্রথম সিনেমাও ছিল আমি ভয়ে ছিলাম। প্রথমত এটি অতি স্বল্প বাজেটের ছবি ছিল। তাই সব সময় একটা ভয় কাজ করতো যে আমি যেটা দেখাতে চাইছি সেটা করতে পারব কিনা। আমি সেটে অন্য সবার সঙ্গে খুব ধৈর্য নিয়ে কথা বলতাম। কারণ আমি অন্য কারও উপর তো আর চিৎকার করতে পারি না। তাই অন্যের সঙ্গে কথা বলার সময় আমাকে সজাগ থাকতে হত, কী বলছি, কেন বলছি। কিন্তু আমিরের সঙ্গে সেসব করার দরকার পড়ত না, কারণ ও আমার স্বামী”।

  
 ⁠

প্রসঙ্গত, আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্ত। রিনা ও আমিরের ১৯৮৬ সালে বিয়ে হয়। ১৬ বছর দাম্পত্যের পর বিচ্ছেদ হয়। রিনা ও আমিরের দুই সন্তান ইরা ও জুনেইদ। রিনার পর আমির কিরণ রাওকে বিয়ে করেন। কিরণ ও আমিরের সন্তান আজাদ৷ সেই সম্পর্কেও তাঁরা ইতি টানেন ২০২১ সালে। যদিও উভয় স্ত্রীর সঙ্গেই যোগাযোগ রয়েছে আমিরের।