তিনি সুর সম্রাজ্ঞী। স্বয়ং মা সরস্বতী বিরাজ করতেন লতা মঙ্গেশকরের গলায়। এ সংগীতশিল্পী খুব অল্প বয়সেই শুরু করেছিলেন নিজের ক্যারিয়ার। নিজের পরিবার এবং ভাই-বোনদের দেখাশোনার জন্য খুব ছোট থেকেই পেশাদারী ভাবে গান গাইতে শুরু করেন।
কিশোর কুমারের সঙ্গে একাধিক গান গেয়েছেন তিনি। কিন্তু এই কিশোর কুমারের সঙ্গেই তার আলাপ হয়েছিল ভারী অদ্ভুত ভাবে। সেই অভিজ্ঞতা ভাব করে নিয়েছেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার।
অমিত কুমার জানান, একবার ট্রেনে করে বোম্বে টকিজ স্টুডিওয়ে গান রেকর্ড করতে আসছিলেন লতা। ওই একই ট্রেনে তার উল্টোদিকে সফর সঙ্গী ছিলেন কিশোর কুমার। কিন্তু তখন কেউই কাউকে চিনতেন না। লতাজি খেয়াল করেছিলেন ওই রোগা পাতলা যুবকের হাতে লাঠি ছিল এবং সে লতাজির সঙ্গেই ট্রেন থেকে নেমে টাঙ্গায় চেপে তার সঙ্গে বম্বে টকিজে পৌঁছায়।
অমিত কুমার আরো জানান, স্টুডিওয় পৌঁছে ওই ছেলেকে দেখেই লতা মঙ্গেশকর বলে ওঠেন সেই যুবক তাকে ফলো করছে। কিন্তু পরক্ষণেই জানতে পারেন। তিনি আসলে আর কেউ নন স্বয়ং কিশোরকুমার যিনি তার সঙ্গে গান রেকর্ডিং করবেন বলেই এসেছেন। এভাবেই প্রথম আলাপ হয় দুই প্রবাদপ্রতিম সংগীতশিল্পীর।