বাসনের মধ্যে আঁশটে গন্ধ থেকে যাচ্ছে? রইল দূর করার মোক্ষম উপায়

বাসন হলো এমন একটা জিনিস যা প্রতিদিন ব্যাবহার হয়, যে কারণে রোজ এগুলি পরিস্কারও করা হয়। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় ভালো করে পরিষ্কার করার পরও তাতে আঁশটে গন্ধ থেকে যায়। আজ রইল এর থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়গুলো-
বাঙালিদের খাবার মানেই তাতে ব্যাবহার হয় আদা পেঁয়াজ রসুন এবং নানারকম মশলা। এগুলি রান্নায় স্বাদ আনে ঠিকই কিন্তু সাথে আঁশটে গন্ধও রেখে যায়। আর সেই গন্ধ অনেক সময় বাসন থেকে যেতে চায় না।আর শুধু সাবান দিয়ে ধুলে বেশিরভাগ ক্ষেত্রেই বাসনে আঁশটে ও বোঁটকা গন্ধ থেকে যায়।
বাসন সাবান দিয়ে ভালোভাবে ধোয়ার পর তাতে বেকিং সোডা মাখিয়ে কিছুক্ষণ রাখুন। তারপর জল দিয়ে ধুয়ে নিন ভাল করে। এর ফলে খুব সহজেই বাসন থেকে গন্ধ চলে যাবে। এছাড়া খুব সহজভাবে বলতে গেলে অম্লতার কারণে লেবুও বাসন থেকে গন্ধ দূর করতে সাহায্য করে। লেবুর রস বা লেবুর খোসা দিয়ে বাসন পরিষ্কার করে দেখুন কোনো গন্ধ থাকবে না।
এছাড়া বাসন ধুয়ে তারপর জলে অল্প পরিমাণে ভিনিগার মিশিয়ে তাতে বাসন ডুবিয়ে রাখুন। এটি ব্যবহার করলেই বাসন পরিষ্কার হবে, গন্ধও থাকবে না।আপনি যদি দারুচিনি ফোটানো জল বা দারুচিনির গুঁড়ো দিয়ে বাসন মাজতে পারেন তাহলেও গন্ধ দূর হয়ে যাবে।