বিনোদন

হাতে তুলে নিলেন তেরঙা! ওয়াঘা বর্ডারে সেনা-ছাউনিতে বন্দুক চালানোয় হাতে খড়ি কিয়ারার

আর কয়েকদিন পরেই স্বাধীনতা দিবস। তার আগেই ওয়াঘা বর্ডারে গিয়ে সেনাদের সম্মান জানালেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। সেনা ছাউনিতে জওয়ানদের সঙ্গে সময় কাটালেন অভিনেত্রী। হাতে তুলে নিলেন তেরঙা।

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি বেশ কিছু ছবি আপলোড করেছেন অভিনেত্রী। ভিডিও রয়েছে তাঁর মধ্যে। সেখানেই দেখা যাচ্ছে, সেনা ছাউনিতে গিয়ে সেনাদের সম্মান জানাচ্ছেন তিনি। হাতে জাতীয় পতাকা নিয়ে ওড়াচ্ছেন তিনি। কখনও আবার বন্দুক চালানোর প্রশিক্ষণ নিতে দেখা গেল তাঁকে।

ভিডিয়োতে দেখা যাচ্ছে বিএসএফ সেনার ব্যুট ক্যাম্পে নানারকম কাজে চুটিয়ে মজা করছেন তিনি। তাঁর পড়নে ছিল সবুজ রঙের সালোয়ার। ব্যুট ক্যাম্পে বেশ কয়েকটি গাছের চারাও পোঁতেন কিয়ারা।

এরপরেই অমৃতসর থেকে সোজা মুম্বই আসেন তিনি। সেখানেও ক্যামেরাবন্দি হন অভিনেত্রী। প্রসঙ্গত, কিছুদিন আগেই ওয়াঘা বর্ডারে ‘গদর ২’- এর প্রচারে গিয়েছিলেন সানি দেওল ও আমিশা প্যাটেল। ‘গদর ২’ রিলিজের আগে ছবির দুই অভিনেতা গিয়েছিলেন সেখানে।

Back to top button