একের পর এক বাধার মুখে ডন ৩ ছবি। ইতিমধ্যেই এই ছবির শ্যুটিং পিছিয়ে যাওয়ার খবর এসেছে সামনে। এবার শোনা গেল ফারহানের ‘ডন ৩’র প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি। অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি নতুন ছবির প্রস্তাব ফেরালেন তিনি।
শোনা যাচ্ছে, আপাতত কিয়ারা আডবাণী ‘টক্সিক’ এবং ‘ওয়ার ২’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এরপরেই তিনি মাতৃত্বকালীন ছুটিতে যেতে চান। ২০২৬ সালে ‘ধুম ৪’-এর শুটিং শুরু করার কথা রয়েছে তাঁর। অতএব নায়িকার প্রস্তাব নাকচে এখন ডন ৩ এর জন্য নতুন নায়িকা খোঁজার পালা।
ডন ৩ নিয়ে জল্পনা চলছিলই। কাকে ডনের চরিত্রে দেখা যাবে তাই নিয়ে নানান নাম উঠে আসছিল। প্রোডাকশন হাউজের তরফে পেশ করা এক বিবৃতিতে। জানা গিয়েছিল, নতুন ডন হিসেবে দেখা যাবে রণবীর সিংকে। সেই খবরে ইতিমধ্যেই সিলমোহর দিয়েছেন পরিচালক ফারহান আখতার।
ফারহান জানান, “আমরা পরের বছর ডন ৩ এর শ্যুটিং শুরু করব”। কিন্তু সেই দিনই এবার পিছিয়ে গেল। জানুয়ারি ২০২৫ এ শুরু হওয়ার কথা ছিল এই ছবির শ্যুটিং। কিন্তু এবার জানা গেল সেটা পিছিয়ে জুন মাসে হয়ে গেছে। এর মূল কারণ হিসেবে ছবিটির বিপুল বাজেটকেই দায়ী করা হচ্ছে।
জানা গিয়েছে, দেশ-বিদেশ মিলিয়ে মোট ৭ মাস ধরে চলবে ‘ডন ৩’ ছবি র শুটিং। এদিকে শুটিং শুরুর আগে কর্মশালা করা হবে বলে জানা গিয়েছে। তবে নায়ক ঠিক হলেও, নায়িকা কে হবে সেই নিয়েও শুরু হয় আলোচনা। অবশেষে জানা গিয়েছিল অভিনেত্রীর নামও।নিজের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও পোস্ট করেন পরিচালক। সেখান থেকেই জানা গিয়েছিল, ডন ৩ এ দেখে যাবে কিয়ারা আডবাণীকে। তবে তিনিও এবার সরে দাঁড়ালেন।