না থাকার দুই বছর। হারিয়ে ফেলার দুই বছর। দেখতে দেখতে দুইটি বছর পাড় হয়ে গেলো কেকের মৃত্যুর। দুই বছর ঠিক আজকের দিনেই কলকাতায় শেষ সেলফিটা তুলেছিলেন কৃষ্ণ কৃষ্ণকুমার কুন্নাথ। একটি কলেজের শো তে গান গাইতে এসে মৃত্যু হয় তার। গায়কের আচমকা মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ হয়ে পড়েছিল বিভিন্ন মহল।
২০২২ সালে ৩০ মে কলকাতার একটি কলেজে শো করার জন্য শহরে আসেন গায়ক। হোটেলে যাওয়ার আগে রাজপথে তোলেন সেলফি। সেই ছবির ক্যাপশনে লেখেন, কলকাতার পথে সেলফি। এরপরের দিন অর্থাৎ ৩১ মে ২০২২ নজরুল মঞ্চে শো করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার।
তার হঠাৎ এই পরিণতিতে শোকস্তব্ধ হয়ে পড়েছিল বিভিন্ন মহল। কিছু বুঝে ওঠার আগেই অন্ধকার হয়ে গিয়েছিল সব। হঠাৎই যেন থমকে গিয়েছিল সবটা।
১৯৬৮ সালের ২৩ অগাস্ট দিল্লিতে জন্মগ্রহণ করেন শিল্পী। বলিউডের একের পর এক ছবিতে কণ্ঠ দিয়েছেন তিনি।গানের প্রতি ঝোঁকের কারণে ছয় মাসের মধ্যে ছেড়েও দেন চাকরি।১৯৯৪ সালে ইন্ডাস্ট্রিতে কাজ শুরু। প্রতি মুহূর্তে লড়াই ছিল তাঁর সঙ্গী।