মাকে একটুও কষ্ট দেব না! কেকে-র ছবি পোষ্ট করে নস্টালজিক কন্যা তামারা

বিষন্নতার এক বছর পেরিয়েছে। কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকের মৃত্যুর এক বছর পূর্ণ হয়েছে। কলকাতায় অনুষ্ঠান করতে এসে এক বছর আগে হঠাৎ করে স্তব্ধ হয়ে গিয়েছিল চারিদিক। শত আলোর মধ্যেও নেমে এসেছিল অন্ধকার। মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন গায়ক কেকে। এবার তাঁর এক পুরনো ছবি শেয়ার করলেন তাঁর কন্যা তামারা। সেই ছবি দেখেই ফের চোখে জল অনুরাগীদের।
পুরনো সেই ছবিতে দেখা গিয়েছিল জন্মদিনে বাবাকে কেক খাইয়ে দিচ্ছে ছোট্ট তামারা। ছবিটি বেশ পুরনো। ছবিতে গায়কের স্ত্রী জ্যোতিও উপস্থিত ছিলেন। সেই ছবিই পোস্ট কেকে কন্যা এমন বার্তা লিখেছিলেন যাতে চোখে জল এসেছে সকলের।
যে বছর কেকে মারা যান সেই বছরেই তাঁর জন্মদিনে এই ছবিটি পোস্ট করেছেন তাঁর কন্যা। সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, “শুভ জন্মদিন বাবা, আজ তোমাকে ৫০০ বার শুভেচ্ছা জানাতে মিস করব। এবং ঘুম থেকে উঠে তোমার সঙ্গে কেক খাওয়া মিস করছি। আশা করি তুমি সেখানে ততটাই কেক খাচ্ছ, যতটা থেকে চাও। চিন্তা কর না আমরা আজ মাকে এতটুকু দুঃখ পেতে দেব না। আমরা তাঁকে বিরক্তও করব না। যাতে মা রেগে না যায়। আশাকরি তুমি আজ রাতে আমাদের গান শুনতে পাবে বাবা। এই দিনটা শুধুই তোমার জন্য”।
প্রসঙ্গত, কিছুদিন আগেই নতুন গান প্রকাশিত হয়েছে গায়কের। ফের যেন একবার জীবন্ত হয়ে উঠেছেন গায়ক। সম্প্রতি মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‘সামারা’-র গান ‘দিলবরো’। চার্লস জোসেফ পরিচালিত এই মালয়ালম-তামিল থ্রিলার ছবির এই গানটি গেয়েছেন কেকে। সূত্রের খবর, প্রয়াণের আগে শেষ বার এই গানটিই স্টুডিয়োয় রেকর্ড করেছিলেন কেকে।
মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউবে এই গানের ভিউ সংখ্যা ৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। গানের নীচে মন্তব্য করেছেন আবেগপ্রবণ অনুরাগীরা। এখন গায়কের সৃষ্টি গুলোই সম্বল অনুরাগীদের।