না ফেরার দেশে কেটে গেছে এক বছর! নতুন করে কেকে কে পেলেন ভক্তরা, প্রকাশ হল নতুন গান

বিষন্নতার এক বছর পেরিয়েছে। কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকের মৃত্যুর এক বছর পূর্ণ হয়েছে। কলকাতায় অনুষ্ঠান করতে এসে এক বছর আগে হঠাৎ করে স্তব্ধ হয়ে গিয়েছিল চারিদিক। শত আলোর মধ্যেও নেমে এসেছিল অন্ধকার। মৃত্যুর কোলে ঢলে পড়েছিলেন কেকে।
এবার তার নতুন গান প্রকাশিত হল। ফের যেন একবার জীবন্ত হয়ে উঠলেন গায়ক। সম্প্রতি মুক্তি পেয়েছে দক্ষিণী ছবি ‘সামারা’-র গান ‘দিলবরো’। চার্লস জোসেফ পরিচালিত এই মালয়ালম-তামিল থ্রিলার ছবির এই গানটি গেয়েছেন কেকে। খবর, প্রয়াণের আগে শেষ বার এই গানটিই স্টুডিয়োয় রেকর্ড করেছিলেন কেকে।
মুক্তি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউবে এই গানের ভিউ সংখ্যা ৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। গানের নীচে মন্তব্য করেছেন আবেগপ্রবণ অনুরাগীরা। এখন গায়কের সৃষ্টি গুলোই সম্বল অনুরাগীদের।
জানা যায়, প্রায় ১১ টি ভাষায় ৩৫০০ টি জিঙ্গলসে কণ্ঠ দিয়েছিলেন কেকে। এছাড়াও বহু বিজ্ঞাপনেও তাঁর কণ্ঠস্বর ফেমাস হয়েছিল।কখনও সলমানের লিপে তরপ তরপ তো কখনও আবার ইমরানের জন্য গাওয়া জরা সি দিল দে জাগা, আজও সকলের হৃদয় ছুঁয়ে যায়।
কোলগেট, পেপসি, চুইংগাম কিংবা নেরোল্যাক সব বিজ্ঞাপনেই কেকের গলা ছিল ম্যাজিকের মত। তার সুরেলা কণ্ঠের জাদুতেই জিঙ্গেল গুলো আরো জীবন্ত হয়ে উঠেছিল। বিজ্ঞাপনের সুর গুলো তাই হয়ত মুখে মুখে ঘুরত দর্শকদের।
বিভিন্ন ব্র্যান্ডের রঙয়ের বিজ্ঞাপন দর্শকের নজর কেড়েছে। তবে নয়ের দশকের ছেলেমেয়েদের মনে নেরোল্যাক পেইন্টের সেই বিজ্ঞাপন বিশেষ প্রভাব ফেলেছিল। ‘দেশ কি ধড়কন’…ব্র্যান্ডের জন্য এই গানকে ব্যবহার করা হয়। তাই নয়ের দশকের ছেলেমেয়েদের কাছে হিরো হন্ডা বাইকের বিজ্ঞাপন আজও একস্ট্রা স্পেশাল।