বিনোদন

সেলসম্যান থেকে সফল গায়ক! কেকের উত্থানের পেছনে রয়েছে এই ব্যক্তির অবদান

কথায় বলে প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন মহিলার অবদান থাকে। কথাটি সত্যতা কতটা তা নিয়ে অবশ্য তর্ক বিতর্ক রয়েছে। কিন্তু বিখ্যাত প্রয়াত গায়ক কেকের জীবনে এই কথাটি ব্যাপকভাবে সত্যি। আজ তার কেকে হয়ে ওঠার পেছনে অবদান রয়েছে তার স্ত্রী জ্যোতির।

মাচিজ ছবির ছোড় আয়ে হাম ও গলিয়া গান দিয়েই কিন্তু, কেকে- এর সংগীতজগতে হাতেখড়ি। এরপর স্ত্রী ও শ্বশুরমাশাইয়ের অনুপ্রেরণায় সংগীতের প্রতি ফের মনোনিবেশ করেন তিনি। ছেড়ে দেন চাকরি। ১৯৭৩- এ রাজা রানি ছবির অন্ধেরা হোতা হে গানের স্টেজ পারফরম্যান্স এখনও দর্শকদের মন কেড়েছিল অচিরেই।

কন্ঠের পাশাপাশি তার ব্যক্তিত্বও ছিল অসাধারণ, যা আজও সকলের মণিকোঠায় উজ্জ্বল।কলেজে পড়ার সময় ক্লাস কম করে গানের চর্চা বেশি করতেন কেকে।কলেজে ৬ জনের একটি ব্যান্ড ছিল। সেই ব্যান্ডের ড্রামার এবং প্রধান গায়ক ছিলেন কেকে।

'হাম রহে ইয়া না রহে'! না থেকেও সেলসম্যান থেকে সফল গায়ক! কেকের উত্থানের পেছনে রয়েছে এই ব্যক্তির অবদান যাবেন কেকে, জানুন গায়কের অজানা কাহিনী
সেলসম্যান থেকে সফল গায়ক! কেকের উত্থানের পেছনে রয়েছে এই ব্যক্তির অবদান

দিল্লিতে একবার অনুষ্ঠানের সময় হরিহরণের তাঁকে দেখে মুম্বই আসার পরামর্শ দিয়েছিলেন৷ছোটবেলার প্রেমিকা জ্যোতিকে বিয়ে করার পরই জীবনের মোড় ঘুরে যায় গায়কের৷ স্ত্রীর অনুপ্রেরণায় ফের শুরু করেন গান। তার সুরেলা কন্ঠস্বরই সকলের মনে আলাদা জায়গা করে নিয়েছে।

ঠিক এক বছর আগে আজকের দিনেই সবাইকে ফাঁকি দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে। কলকাতায় নজরুল মঞ্চে একটি কলেজের শো করতে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরেই হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তার। মুহূর্তেই স্তব্ধ হয়ে যায় চারিদিক। সঙ্গীত শিল্পীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বিভিন্ন মহলে।

আজ তার প্রথম মৃত্যু বার্ষিকী। গানে গানেই এই পৃথিবীকে বিদায় জানিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কেকে। নব্বইয়ের দশকে ভালোবাসা ,প্রেম, বন্ধুত্ব সব কিছুর সংজ্ঞাই ছিল কেকের গান। রেইজ থেকে জন্নত, ওম শান্তি ওম- এর মতো বলিউডের হিট ছবির ফেমাস গানে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন কেকে।

Back to top button