মহিলাদের যৌন হরমোন বৃদ্ধি থেকে আলসার নিরাময়! এই ফলের গুনাগুন জানলে চমকে যাবেন

Published on:

মহিলাদের যৌণ হরমোন বৃদ্ধি থেকে আলসার নিরাময়! এই ফলের গুনাগুন জানলে চমকে যাবেন

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলাদের একাধিক রোগ চেপে ধরে। বিশেষ করে হরমনের ভারসাম্যহীনতায় ভুগতে থাকেন অধিকাংশ মহিলা। স্তন ও জরায়ুর ক্যানসার দেখা যায় একাধিক মহিলার। এই পরিস্থিতিতে কদবেল সহায়ক হতে পারে। শুনতে অবাক লাগলেও কদবেলের গুনাগুন জানলে চোখ কপালে উঠবে।

কদবেলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে। এর ফলে হার ও দাঁতের গোড়া শক্ত হয়। হাড়ের জয়েন্টে থাকা মিউকাস পরিপুষ্ট হয় ফলে বয়সকালে হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

   
 ⁠

কদবেলে খেলে পেপটিক আলসার থেকে মুক্তি পাওয়া যায়। কদবেলের শাঁস খেলে আলসার ধীরে ধীরে শুকিয়ে আসবে, মুখের রুচিও বাড়ে।কদবেলের আঁশ কোষ্ঠকাঠিন্য ও পুরাতন আমাশয় নিরাময় করতে সহায়ক।

  
 ⁠

কদবেলের গুনাগুন প্রচুর। এই টক ফল মহিলাদের হরমোনের অভাব সংক্রান্ত সমস্যা কমিয়ে দেয়। যৌন হরমোন তৈরি করে। কদবেল খেলে শরীরের শক্তি বাড়ে এবং রক্তস্বল্পতা দূর হয়। কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে। কদবেলে থাকা ট্যানিন দীর্ঘস্থায়ী ডায়রিয়া ও পেট ব্যথা সারিয়ে তুলতে সহায়ক।