বাবার মতই দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন কোয়েল মল্লিক। বাণিজ্যিক ছবির পাশাপশি অন্যধারার ছবিতেও তাক লাগিয়েছেন অভিনেত্রী। তার এমন বেশ কিছু ছবি রয়েছে যেগুলো দেখলে মুগ্ধ হবেন আপনিও।
প্রথম দিকে বাণিজ্যিক ছবি দিয়ে পেশাগত জীবন শুরু করলেও কিছু ভিন্ন ধরনের ছবিতেও নজর কাড়া অভিনয় করেছেন এই তারকা। এক ঝলকে দেখে নিন তাঁর এই অন্য ধারার ছবির তালিকা।পরিচালক তরুণ মজুমদারের ছবি ‘চাঁদের বাড়ি’ তে একটি। ছোট দৃশ্য হলেও তার অভিনয় ছিল নজরকাড়া।
পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘হেমলক সোসাইটি’তে কোয়েলের অভিনয় ছিল মারকাটারি। পরমব্রত চট্টোপাধ্যায়ের বিপরীতে এই অভিনয় করেছেন তিনি।পরিচালক সুমন মৈত্রের ‘দশমী’ ছবিটি। এই ছবিতে অভিনেতা ইন্দ্রণীল সেনগুপ্তের বিপরীতে অভিনয় করতে দেখা যায় কোয়েল মল্লিককে। প্রেম ও থ্রিলের এই ছবি আজও জনপ্রিয় দর্শকমহলে।
এছাড়াও, ২০১৪ সালে মুক্তি পায় পরিচালক সুজিত মণ্ডলের অরুন্ধতী ছবিটি। একেবারে ভিন্ন স্বাদের এই ছবিতে কোয়েল মল্লিক ধরা দিয়েছিলেন অন্য রূপে। নাটের গুড়ু সিনেমা দিয়ে হাতে খড়ি হয় কোয়েল মল্লিকের। জিতের সঙ্গে তাঁর জুটি একের পর এক হিট ছবি দিয়েছে দর্শকদের।