শুরু হল কলকাতা আন্তর্জাতিক শিশু-চলচ্চিত্র উৎসব! কোথায় কোথায় দেখা যাবে ছবি?

Published on:

শুরু হল কলকাতা আন্তর্জাতিক শিশু-চলচ্চিত্র উৎসব! কোথায় কোথায় দেখা যাবে ছবি?

বুধবার থেকে শুরু হল একাদশতম কলকাতা আন্তর্জাতিক শিশু-চলচ্চিত্র উৎসব। ২৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই উৎসব। এদিন নন্দন ১- এ উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, কৌশিক বসাক।

এই চলচ্চিত্র উৎসব বিগত বছরের মতো এবারেও বিপুল সাড়া পাবে বলে আশাবাদী সংশ্লিষ্ট মহল। শিশুসুলভ মনকে বাঁচিয়ে রাখতে এই উৎসবে সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান করেন তথ্য ও সংস্কৃতি দফতরের মন্ত্রী ইন্দ্রনীল সেন।

   
 ⁠

এ-বছর শহরের আট প্রেক্ষাগৃহে বিনামূল্যে ছোটদের সিনেমা দেখা যাবে। নন্দন, রবীন্দ্র সদন, শিশিরমঞ্চ, রাধা স্টুডিও, রবীন্দ্র ওকাকুরা ভবন, রবীন্দ্রতীর্থ ও একতারা মুক্তমঞ্চে চলবে এই উৎসব। সিনেমা দেখার পাশাপাশি ক্যুইজ কম্পিটিশন, প্রদর্শনীও আয়োজিত হচ্ছে।

  
 ⁠

শীতকাল মানেই উৎসবের আমেজ। শহর জুড়ে আলোর রোশনাই। এরমধ্যেই শহরে শুরু হয়ে গেল একাদশতম কলকাতা আন্তর্জাতিক শিশু-চলচ্চিত্র উৎসব। শিশুমনের ভাল লাগার কথা মাথায় রেখে তাদের জন্য এই উৎসব শুরু হল।